বিএনপির অবরোধের পুরোনো ভিডিওকে ভারতে মুসলিম নির্যাতনের ভিডিও দাবিতে প্রচার

14
বিএনপির অবরোধের পুরোনো ভিডিওকে ভারতে মুসলিম নির্যাতনের ভিডিও দাবিতে প্রচার
বিএনপির অবরোধের পুরোনো ভিডিওকে ভারতে মুসলিম নির্যাতনের ভিডিও দাবিতে প্রচার

সম্প্রতি ফেসবুকে অগ্নিসংযোগ ও ভাঙচুরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, ভারতের পশ্চিমবঙ্গে ‘হিন্দুত্ববাদীদের’ দ্বারা মুসলিম নির্যাতনের দৃশ্য এটি। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, ভিডিওটি বাংলাদেশের এবং ঘটনাটি ভিন্ন। ২০২৩ সালে বিএনপির অবরোধ চলাকালে যানবাহন ভাঙচুর ও আগুন লাগানোর সময় ভিডিওটি ধারণ করা হয়েছিলো। অর্থাৎ, বাংলাদেশের পুরোনো একটি ভিডিওকে ভারতের মুসলিম নির্যাতনের ভিডিও বলে প্রচার করা হচ্ছে।

এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

রিভার্স ইমেজ সার্চে দৈনিক প্রথম আলোর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৭ নভেম্বর “সিলেটে অবরোধের সমর্থনে মশালমিছিল ও যানবাহন ভাঙচুর | Sylhet” শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রথম আলো প্রকাশিত এই ভিডিওর সাথে আলোচিত ভিডিওটি হুবহু মিলে যাচ্ছে।

মূল ভিডিও থেকে জানা যাচ্ছে, বিএনপির ডাকা অবরোধ সমর্থনে দলের নেতাকর্মীরা একটি মশাল মিছিল নিয়ে সিলেটের সুবিদবাজার এলাকায় পৌঁছায়। এরপর সড়কের পাশে থাকা একটি রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পরবর্তীতে প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড সার্চ করে প্রথম আলোর ওয়েবসাইটে আরেকটি রিপোর্ট পাওয়া যায়। প্রথম আলো ছাড়াও একাধিক সংবাদমাধ্যম (,,) সেসময় এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছিলো। সেগুলো থেকে একই তথ্য জানা যাচ্ছে।তাই বাংলাদেশের ভিডিওকে ভারতে মুসলিম নির্যাতনের ভিডিও বলে দাবি করায় ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।

Claim:
সম্প্রতি ফেসবুকে অগ্নিসংযোগ ও ভাঙচুরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, ভারতের পশ্চিমবঙ্গে ‘হিন্দুত্ববাদীদের’ দ্বারা মুসলিম নির্যাতনের দৃশ্য এটি।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh