চট্টগ্রামে নবগ্রহ মন্দিরে হামলার কোনো ঘটনা ঘটেনি

144
চট্টগ্রামে নবগ্রহ মন্দিরে হামলার কোনো ঘটনা ঘটেনি
চট্টগ্রামে নবগ্রহ মন্দিরে হামলার কোনো ঘটনা ঘটেনি

Published on: [post_published]

যা দাবি করা হচ্ছে: বেশ কিছু ফেসবুক পোস্টে দাবি করা হচ্ছে চট্টগ্রামের লালদিঘি পাড়ের নবগ্রহ মন্দিরে হামলা হয়েছে। এসব পোস্টে মন্দিরের পাশে আগুন জ্বলতে থাকা একটি ভিডিও শেয়ার করা হয়।

যা পাওয়া যাচ্ছেচট্টগ্রামের লালদিঘিতে নবগ্রহ মন্দিরে কোন হামলা হয়নি। হামলা হয়েছে মন্দিরের পাশে থাকা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। তাই ফ্যাক্টওয়াচ মন্দিরে হামলার দাবিটিকে ‘মিথ্যা’ হিসেবে চিহ্নিত করছে। 

ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে


ফ্যাক্টওয়াচের
অনুসন্ধান:

৫ই আগস্ট থেকে আইন শৃঙ্খলা বাহিনীর নাজুক পরিস্থিতির জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের নির্যাতন, হত্যা, ছিনতাই, ডাকাতি ইত্যাদি অপরাধ বেড়ে গেছে। একই সাথে স্যোশাল মিডিয়ায় এবং  প্রতিবেশী দেশের বেশ কিছু গণমাধ্যমে ভুল বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।

চট্টগ্রামের লালদিঘি পাড় নবগ্রহ মন্দিরে ভাঙচুর এবং আগুন দেওয়ার খবর ভারতের রিপাকলিক বাংলা ৫ই আগস্ট তাদের ইউটিউব চ্যানেলে প্রচার করে । আরেকটি গণমাধ্যম TIMES NOW এর ইউটিউব চ্যানেলে ৭ই আগস্ট এই খবরটি দেখা যায় ।

১১ই আগস্ট, ২০২৪ তারিখে বিবিসি বাংলা “বাংলাদেশে হিন্দুদের ওপরে ‘অত্যাচার’- যেসব ভুয়া পোস্ট বিবিসি খুঁজে পেয়েছে” শিরোনামে একটা প্রতিবেদন প্রকাশ করে। সেখানে ফেসবুকে ছড়িয়ে পড়া চট্টগ্রামের লালদিঘি পাড় নবগ্রহ মন্দিরে আগুন দেওয়ার দাবিকে গুজব হিসেবে উলেখ করা হয়েছে।

এই হামলার খবরের সত্যাসত্য যাচাই করতে গিয়ে, চট্টগ্রামের বাসিন্দা এবং দ্য ডেইলি স্টার এর কন্ট্রিবিউটর জনাব সাঈদ খান সাগর (Saeed Khan Shagor) চট্টগ্রামের লালদিঘি পাড় নবগ্রহ মন্দির পরিদর্শন করেন এবং সেখানকার ঘটনা তার ফেসবুক আইডিতে শেয়ার করেন । সায়েদ খান সাগর তার ফেসবুক আইডিতে লিখেছেন

ভারতেররিপাবলিক বাংলা চ্যানেলপ্রতিবেদন করেছে চট্টগ্রামের লালদিঘি পাড়স্থ নবগ্রহ মন্দিরে হামলা হয়েছে এবং অগ্নিসংযোগ করেছে।

আমি এখন মন্দিরে এসেছি। তাদের তত্ত্বাবধায়ক স্বপনদাশ এর সাথে কথা বলেছি। তারা জানান পাশে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের কার্যালয় ছিলো। সেটায় হামলা হয়েছে। অগ্নিসংযোগ হয়েছে। এই মন্দিরে কেউ একটা টোকাও দেন নি (তারই ভাষ্য) 

অথচ দেখুন, ভারতীয় মিডিয়া কতবেশি প্রপাগান্ডা ছড়াচ্ছে।” 

অর্থ্যৎ তার ভাষ্য মতে মন্দিরে কোন হামলা হয়নি। হামলা হয়েছে পাশে থাকা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। জনাব সাগর তার পোস্টে অক্ষত মন্দিরের ছবি এবং ভাংচুর করা আওয়ামী লীগ অফিসের ছবি আপলোড করেছেন।

গুগল ম্যাপেও নবগ্রহ মন্দিরের কাছাকাছি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় দেখতে পাওয়া যাচ্ছে।

ফ্যাক্টচেকিং সংস্থা ডিসমিস ল্যাবের অনুসন্ধানেও দেখা গেছে চট্টগ্রামের লালদিঘি পাড় নবগ্রহ মন্দিরে হামলার ঘটনা ঘটেনি।

তাছাড়া প্রথম আলো, নিউজ টুয়েন্টিফোর, আরটিভি এর মতো অনেকগুলো বাংলাদেশি গণমাধ্যম ভারতীয় গণমাধ্যমে ছড়ানো গুজবের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করেছে। সেসব প্রতিবেদনে নবগ্রহ মন্দিরে হামলার সত্যতাও যাচাই করা হয়েছে।  তারাও নবগ্রহ মন্দিরে হামলাকে গুজব দাবি করছে।

সিধান্ত:

চট্টগ্রামের লালদিঘি পাড় নবগ্রহ মন্দিরে হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি, বরং পাশের আওয়ামী লীগের কার্যালয়ে হামলা হয়েছে। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ নবগ্রহ মন্দিরে হামলার দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

No Factcheck schema data available.