বিএনপিকে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দিতে বাধ্য হয়েছে সরকার- শিরোনামে সম্প্রতি একটি তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়ে। কিন্তু অনুসন্ধানে দেখা যাচ্ছে, ১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেয় নি সরকার। সর্বশেষ তথ্যমতে, আগামীকাল ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে বিএনপিকে। বিএনপি এবং পুলিশ উভয় পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এসব পোস্টে বলা হচ্ছে,” আলহামদুলিল্লাহ অবশেষে অনুমতি দিতে বাধ্য হয়েছে সরকার। ১০ই ডিসেম্বর নয়াপল্টনেই হবে বিএনপির সমাবেশ ইনশাআল্লাহ”।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
ভাইরাল এই তথ্যের বিপরীতে অনুসন্ধান করা হলে ৩ ডিসেম্বর, ২০২২ এ ডয়চে ভেলে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। “নয়াপল্টনে সমাবেশে অনড় বিএনপি” শিরোনামে প্রকাশিত এই প্রতিবেদন থেকে জানা যায় বিএনপি ১০ ডিসেম্বরের সমাবেশটি ঢাকার নয়াপল্টনের করার আবেদন জানায়। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর বদলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়। কিন্তু নয়াপল্টনেই সমাবেশ করবেন দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন,” আমাদের ১০ ডিসেম্বরের সমাবেশ নয়াপল্টনে হবে৷ আমরা আগেও সেখানে সমাবেশ করেছি এবং আবারো শান্তিপূর্ণভাবে সমাবেশ করব।“
এছাড়া প্রথম আলোর আরেকটি প্রতিবেদন থেকে জানা যায়, বিএনপির সমাবেশের আবেদনের বিপরীতে ২৬ টি শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ।
অন্যদিকে বিএনপিকে নয়াপল্টনে সমাবেশ করতে দেয়া হবে না জানিয়ে একটি বিবৃতি দেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সংবাদমাধ্যম থেকে নয়াপল্টনে সমাবেশের অনুমতির কোনো তথ্য পাওয়া যায়নি।
পুনরায় অনুসন্ধানে দেখা যায়, গত ৮ ডিসেম্বর ২০২২ আসন্ন সমাবেশের জন্য নয়াপল্টনের বিকল্প হিসেবে রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে সমাবেশের অনুমতি চায় বিএনপি। কিন্তু কমলাপুর স্টেডিয়ামের বদলে বিএনপিকে মিরপুরের বাংলা কলেজ মাঠে সমাবেশের প্রস্তাব জানায় ডিএমপি।
সর্বশেষ রাজধানীর সায়েদাবাদের গোলাপবাগ মাঠে সমাবেশের সমঝোতা হয়েছে বলে জানা যায়। “অবশেষে সমঝোতা, শনিবার বিএনপির সমাবেশ গোলাপবাগ মাঠে” শিরোনামে বিডিনিউজ ২৪ একটি প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া যায়। সেখানে ডিএমপি কমিশনার এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের পৃথক দুইটি বিবৃতি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া ডয়েচে ভেলে এবং ডেইলি স্টারের দুইটি প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
ইতিমধ্যে গোলাপবাগে সমাবেশের সমর্থকদের জড়ো হতে দেখা যাচ্ছে। সমাবেশস্থলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সময় টিভির একটি প্রতিবেদন দেখুন এখানে।
উপরোক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে পরিষ্কার দেখা যাচ্ছে, ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ নয়াপল্টন নয়, বরং গোলাপবাগ মাঠে সম্পন্ন করার অনুমতি দেয়া হয়েছে। এছাড়া মূলধারার গণমাধ্যমে বিএনপিকে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে — এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
তাই ফ্যাক্টওয়াচ এই দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?