বিশ্বকাপ না জেতা পর্যন্ত আমি পদত্যাগ করব না – বলেছেন পাপন?

12
বিশ্বকাপ না জেতা পর্যন্ত আমি পদত্যাগ করব না – বলেছেন পাপন? বিশ্বকাপ না জেতা পর্যন্ত আমি পদত্যাগ করব না – বলেছেন পাপন?

Published on: [post_published]

বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত আমি পদত্যাগ করব না – বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এর বরাতে এমন একটি উক্তি ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে মূলধারার সংবাদমাধ্যমে তাঁর এমন কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না । এছাড়া সংবাদমাধ্যম আরটিভি জানিয়েছে, তাদের ফটোকার্ড এডিট করার মাধ্যমে এই ভুয়া উক্তি ছড়ানো হয়েছে। আদতে নাজমুল হাসান পাপন সম্পর্কিত এমন কোনো বক্তব্য আরটিভি প্রচার করেনি। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এ সংক্রান্ত ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে।

গুজবের উৎস

ছড়িয়ে পড়া কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে

১১ই নভেম্বর তারিখে ক্রিকেট লাইভ স্কোর নামক একটি পেজ থেকে আরটিভির ফটোকার্ডের আদলে নাজমুল হাসান পাপন এর ছবি সহ এই উক্তিটা দেখা যায়।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি, নাজমুল হাসান পাপন গত ২০১২ সাল থেকে এই পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন। দীর্ঘদিন এই পদে নাজমুল হাসান পাপনের অবস্থান ক্রিকেটামোদী সহ বিভিন্ন মহলে বিভিন্ন সময়ে বিতর্কেরও জন্ম দিয়েছে।  সর্বশেষ গত ১২ই নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী খোন্দকার হাসান শাহরিয়ার চলতি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার দায় নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও অধিনায়ক সাকিব আল হাসান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীকে কে পদত্যাগের অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন।

তবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হওয়ার পর নাজমুল হাসান পাপন এখন পর্যন্ত কোনো সাংবাদিক সম্মেলন করেননি, বা সংবাদমাধ্যমে কোনো বিবৃতি দেননি। কাজেই তিনি এখনই পদত্যাগ করছেন কি না, এ বিষয়ে তাঁর মতামত জানা সম্ভব হয়নি। কোনো সংবাদমাধ্যমেও নাজমুল হাসান পাপন এর সম্ভাব্য পদত্যাগ নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি।

অন্যদিকে, ছড়িয়ে পড়া পোস্টে আরটিভি’র লোগো থাকায় অনেকে এই খবর এর উৎস হিসেবে আরটিভিকে উল্লেখ করছেন। তবে আরটিভির ভেরিফাইড পেজ থেকে একটি পোস্টে জানানো হয়েছে, আরটিভি’র নামে ছড়ানো এই ছবি ও তথ্য নকল, আমাদের তৈরি নয়।

সঙ্গত কারণে এসকল পোস্টকে ফ্যাক্টওয়াচ মিথ্যা সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.