“নেপালে বিমান দুর্ঘটনা র ভিডিও”—শীর্ষক শিরোনামে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কিন্তু, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, এটি ২০২১ সালে রাশিয়ান একটি সামরিক বিমান পরীক্ষামূলক ভাবে উড্ডয়নের সময় বিধ্বস্ত হওয়ার ভিডিও। কিন্তু দাবি করা হচ্ছে এটি সম্প্রতি নেপালের পোখরায় ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার ভিডিও। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোস্টগুলোকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করেছে।
ভাইরাল হওয়া ভিডিওটির বিভিন্ন অংশ রিভার্স ইমেজ সার্চ করে রাশিয়ান সংবাদমাধ্যম The Moscow Times এর ওয়েবসাইটে ২০২১ সালের ১৭ আগস্ট প্রচারিত একটি প্রতিবেদনে এই বিমান বিধ্বস্ত হওয়ার মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, মস্কোর কাছে রাশিয়ান সামরিক পরিবহন বিমান “Il-112V” বিধ্বস্ত হওয়ার পরে ৩ জন নিহত হয়েছেন।
তুরষ্ক ভিত্তিক সংবাদমাধ্যম A News এর অফিসিয়াল ফেসবুক পেজেও এই বিমান বিধ্বস্ত হওয়ার মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
এ সম্পর্কে বিস্তারিত ভাবে জানার জন্য প্রাসঙ্গিক কিছু কী ওয়ার্ড ধরে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে আন্তর্জাতিক মূলধারার সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সেখান থেকে জানা যায়, ২০১৭ সালের ১৫ আগস্ট মস্কোর কাছাকাছি একটি রাশিয়ান সামরিক বিমান Il-112V পরীক্ষামূলক ভাবে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। এ সংক্রান্ত কিছু প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে।
রাশিয়ার শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা TASS এর তথ্যমতে, বিমানটি ২০১৭ সালের ১৫ আগস্ট সকালে মস্কোর কাছে কুবিঙ্কা এয়ারফিল্ডে অবতরণের চেষ্টা করার সময় বিধ্বস্ত হয়। বিমানটি ল্যান্ডিং স্ট্রাইপ ১.৫ কিলোমিটার (০.৯ মাইল) মিস করে এবং মাটির সাথে সংঘর্ষ লেগে বিস্ফোরিত হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানের ডানদিকের ইঞ্জিনে আগুনের কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি নেপালে বিধ্বস্ত হওয়া ইয়েতি এয়ারলাইন্সের “ফ্লাইট 691” কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের ঠিক আগ মুহুর্তে সেতি গণ্ডকী নদীর তীরে বিধ্বস্ত হয়। এটি মূলত নেপালের একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী ফ্লাইট ছিল। অন্যদিকে ফেসবুকে ভাইরাল হওয়া বিমানটি ছিল রাশিয়ান একটি সামরিক বিমান। মস্কোর কাছে কুবিঙ্কা এয়ারফিল্ডে বিমানটি অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। এই বিমানটি খেয়াল করে দেখলে বোঝা যাবে এটি কোনো সাধারণ যাত্রীবাহী বিমান নয়। অর্থাৎ এতটুকু নিশ্চিত ভাবে বোঝা যাচ্ছে যে, ফেসবুকে দেখানো বিমান এবং পোখরায় বিধ্বস্ত হওয়া বিমান দুটি এক নয়।
তাছাড়া, বিভিন্ন মূলধারার সংবাদমাধ্যম থেকে ইয়েতি এয়ারলাইন্সের “ফ্লাইট 691” এবং রাশিয়ান সামরিক বিমান “Il-112V” এর বিধ্বস্ত হওয়ার আগের ছবি, বিধ্বস্ত হওয়ার ঠিক পুর্বমুহুর্তের ছবি এবং বিধ্বস্ত হওয়ার পরের ছবি খুঁজে পাওয়া যায়। এই ছবি গুলো খেয়াল করে দেখলে দুই বিমানের মধ্যে পার্থ্যক্য গুলো খুঁজে পাওয়া যাবে। ছবি এবং ভিডিওর লিংকগুলো দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে এবং এখানে।
অর্থাৎ, দেখা যাচ্ছে যে, রুশ এই সামরিক বিমানের বিধধস্ত হয়ে যাওয়ার পুরনো ভিডিও্কে সম্প্রতি নেপালে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার ভিডিও দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে। তাই ভিত্তিহীন এই দাবিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” হিসেবে সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?