নেত্রকোনায় হিন্দু বাড়িতে আগুনের দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও ভাইরাল

45
নেত্রকোনায় হিন্দু বাড়িতে আগুনের দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও ভাইরাল
নেত্রকোনায় হিন্দু বাড়িতে আগুনের দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও ভাইরাল

সম্প্রতি ফেসবুকে আগুনে একটি বাড়ি পুড়ে যাওয়ার দৃশ্য প্রচার করে দাবি করা হচ্ছে, এটি নেত্রকোনায় ইফতারের আগ মুহূর্তে হিন্দু ধর্মাবলম্বী এক ব্যক্তির বাড়িতে আগুন দেওয়ার দৃশ্য। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ১৭ সেকেন্ডের ভাইরাল এই ভিডিওটির সঙ্গে সাম্প্রদায়িক হামলার কোনো সম্পর্ক নেই এবং ভিডিওটি ২০২৪ সালের অক্টোবরের। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

দাবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চে ‘এম এফ রাব্বি (M F rabby)’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পাওয়া যায়। অ্যাকাউন্টটিতে ২০২৪ সালের ২৩ অক্টোবর আরও দুটি ফুটেজসহ ভিডিওটি  পোস্ট করা হয়। এতে ঘটনাটি পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির গুইমারা উপজেলার উল্লেখ করা হয়েছে। 

এম এফ রাব্বি তার পোস্টে ‘মুহাম্মদ এম এম রনি (Mohammad M S Roni)’ নামে আরেকটি ফেসবুক অ্যাকাউন্টকে মেনশন করে লিখেছেন, ‘বন্ধু কিছুই করতে পারলাম না🥲 তোকে শান্তনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছি না বন্ধু। কি হয়ে গেলো বন্ধু এটা।‘ 

এই পোস্টের সূত্রে পরে ‘মুহাম্মদ এম এম রনি (Mohammad M S Roni)’ ফেসবুক অ্যাকাউন্টে খুঁজেও সম্প্রতি ভাইরাল ভিডিওটি পাওয়া যায়। তিনি ২০২৪ সালের ২৪ অক্টোবরে ভাইরাল ভিডিওটিসহ আরও কিছু ছবি ও ভিডিও ফুটেজ পোস্ট করেছিলেন। এর মধ্যে একটি ভিডিওতে উল্লেখ করা হয়েছে এটি খাগড়াছড়ির গুইমারার মুসলিম পাড়ার ঘটনা।

মুহাম্মদ এম এম রনি ভিডিওটি সম্পর্কে তার পোস্টে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, গত ২৩-১০-২০২৪ রোজ বুধবার, বিকাল-০৪:৩০ মিনিটে দুর্ঘটনায় আমাদের ঘরে আগুন ধরে খুব দ্রুত সময়ে ছড়িয়ে পড়ে..এবং ৩০ মিনিটে ভিতর আমাদের পরিবারের ৩০ বছরের সাজানো গোছানো তিলে তিলে গড়া সংসার পুড়ে আমার স্বপ্ন ইচ্ছে আশা সব ছাই হয়ে গেছে!!  আমি বাসায় এসে দেখি সব কয়লা হয়ে গেছে..।’ 

এ ছাড়া গত সোমবার (১৭ মার্চ) একই ভিডিও তিনি আবার পোস্ট করে লেখেন, ‘স্মৃতিময় আগুন আমার বাড়ি ২৩-২০-২০২৪ ( ২০২৪ সালের অক্টোবর মাসকে সংখ্যায় উল্লেখ করতে গিয়ে তিনি সম্ভবত ভুলে ২০ লিখেছেন) সাল আজীবন যন্ত্রণার স্বপ্ন যাবে বাড়ি আমার।’

এসব পোস্টের ভিত্তিতে এটি নিশ্চিত হওয়া যায়, ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক সময়ের অর্থাৎ ইফতারের আগ মুহূর্তে নেত্রকোনায় হিন্দু ধর্মাবলম্বী এক ব্যক্তির বাড়িতে আগুন দেওয়ার দৃশ্য নয়। এটি ২০২৪ সালের খাগড়াছড়ির একটি মুসলিম পরিবারের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা। তাই ফ্যাক্টওয়াচ দাবিটিকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে। 

Claim:
সম্প্রতি ফেসবুকে আগুনে একটি বাড়ি পুড়ে যাওয়ার দৃশ্য প্রচার করে দাবি করা হচ্ছে, এটি নেত্রকোনায় ইফতারের আগ মুহূর্তে হিন্দু ধর্মাবলম্বী এক ব্যক্তির বাড়িতে আগুন দেওয়ার দৃশ্য।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh