দুজন বয়স্ক ব্যক্তি মিলে একজন নারী ও একজন যুবককে মারধর করার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে এটি অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময়ে বাংলাদেশের ঘটনা। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, ভিডিওটি বাংলাদেশের নয়। ভারতের উত্তর প্রদেশে জমি সংক্রান্ত বিরোধজনিত মারামারির এই ভিডিওকে বাংলাদেশের ঘটনা বলে প্রচার করা হচ্ছে।
“Awami League Gopalgonj” নামক পেজ থেকে ৩ এপ্রিল পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি সংখ্যকবার শেয়ার করা হয়েছে।
রিভার্স ইমেজ সার্চে একটি ভারতীয় সংবাদমাধ্যম “Bharat Samachar”-এর এক্স হ্যান্ডেলে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি শেয়ার করা হয়েছিলো ১ এপ্রিল, ২০২৫ এ। ক্যাপশনে বলা হচ্ছে, মহারাজগঞ্জে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ভিডিও ভাইরাল। লাঠি, লাঠি, ইট-পাথর নিয়ে নারী-পুরুষের মারামারি।
“News1India” নামক অপর একটি ভারতীয় সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডেলেও এ ভিডিও মহারাজগঞ্জে জমি সংক্রান্ত বিবাদ ক্যাপশনে পোস্ট করা হয়েছিলো।
পরবর্তী অনুসন্ধানে ‘Dynamite News’ নামক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ ঘটনার বিষয়ে জানা যায়। ভারতের উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলার পানিয়ারা থানার শৌরাহা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের অনুপস্থিতিতে সুভাষ যাদবের বড় ভাই রাম সুভাগ যাদব তার ভাগ্নে-ভাগ্নিকে ইট ও লাঠি দিয়ে বেধড়ক পেটায়। এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এ থেকে নিশ্চিত যে, ভারতের মারধরের ভাইরাল ভিডিওকে বাংলাদেশের ঘটনা দাবিতে অপপ্রচার চালানো হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে “মিথ্যা” চিহ্নিত করছে।
No Factcheck schema data available.
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh