নিপুণ রায়ের খিচুড়ি খেয়ে বিএনপি নেতা কর্মীদের হাসপাতালে ভর্তির ভুয়া খবর

93
নিপুণ রায়ের খিচুড়ি খেয়ে বিএনপি নেতা কর্মীদের হাসপাতালে ভর্তির ভুয়া খবর
নিপুণ রায়ের খিচুড়ি খেয়ে বিএনপি নেতা কর্মীদের হাসপাতালে ভর্তির ভুয়া খবর

Published on: [post_published]

পল্টনে নিপুণ রায়ের আনা ল্যাটা খিচুড়ি খেয়ে ৬৫ জন বিএনপি নেতাকর্মী ইবনে সিনা হাসপাতালে ভর্তি- এমন একটি গুজব ফেসবুকে ছড়িয়ে পড়ছে। এই গুজবে বিএনপির ঢাকা জেলা’র সাধারণ সম্পাদক নিপুণ রায়ের একটি ছবি সহ কালবেলার একটি ফটোকার্ড ব্যবহার করা হয়েছে। অনুসন্ধানে দেখা যাচ্ছে, কালবেলা সংবাদমাধ্যম থেকে এমন কোনো ফটোকার্ড প্রকাশ করা হয়নি এবং ব্যবহৃত ছবিটা ব্যারিস্টার নিপুণ রায়ের ৪ মাস পূর্বের ভিন্ন একটি ঘটনার ছবি । ২৮শে অক্টোবর এর সমাবেশ উপলক্ষে গতকাল রাতেও ব্যারিস্টার নিপুণ রায় নেতাকর্মীদের খাবার বিতরণ করেছেন ঠিকই, তবে প্রকাশিত ছবির সাথে গতকালের নিপুণ রায়ের সাজপোষাকে ভিন্নতা লক্ষ করা যায়। এছাড়া,খিচুড়ি খেয়ে কারো হাসপাতালে ভর্তি হবার কোনো খবরও মূলধারার গণমাধ্যমে পাওয়া যাচ্ছে না ।

গুজবের উৎস 

ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান 

এই ফটোকার্ড এর দৈনিক কালবেলা’র মনোগ্রাম এবং ২৮শে অক্টোবর ২০২৩ তারিখটি দেখা যাচ্ছে। কিন্তু কালবেলা অনলাইন এর ফেসবুক পেজে ২৮শে অক্টোবর , কিংবা অন্য কোনো দিনে এই ফটোকার্ডটি দেখা যাচ্ছেনা ।

গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ফটোকার্ডে ব্যবহৃত ছবিটির উৎস খুজতে গিয়ে দেখা যাচ্ছে, গত ২৮শে জুলাই ওয়েব পোর্টাল বিডি টুয়েন্টিফোর লাইভ এ এই ছবিটি প্রকাশিত হয়েছিল। সংশ্লিষ্ট খবরের শিরোনাম ছিল- নেতাকর্মীদের রাতের খাবার খাওয়ালেন নিপুণ, ছিলো ১৭ ডেগ গোশত-খিচুড়ি।

এই খবর থেকে জানা যাচ্ছে, ২৮শে জুলাই ২০২৩ (শুক্রবার) নয়াপল্টনে বিএনপি’র  কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। এই অনুষ্ঠানের আগের রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিপুণ রায় ডেক থেকে নেতাকর্মীদের খিচুড়ি বিতরণ করে দেন । তিনি সাংবাদিকদের জানান, তিন চার হাজার নেতাকর্মীর জন্য ১৭ ডেগ গোশত-খিচুড়ি রান্না করে নিয়ে আসা হয়েছে। প্রয়োজন পড়লে আরও খাবার নিয়ে আসা হবে।

এদিন নিপুণ রায়ের পরনে হালকা সবুজ রঙের কামিজ ও ওড়না দেখা যাচ্ছে, যা ফটোকার্ডের ছবির সাথে সঙ্গতিপূর্ণ।

অন্যদিকে, আজ ২৮শে অক্টোবর এর সমাবেশকে কেন্দ্র করে গতকাল ২৭শে অক্টোবর রাতেও নিপুণ রায়ের উদ্যোগে পল্টনে নেতাকর্মীদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়। ঢাকা মেইল  প্রকাশিত  নয়াপল্টনে নেতাকর্মীদের খিচুড়ি খাওয়ালেন নিপুণ রায় শিরোনামযুক্ত এই খবরে বলা হয়েছে, সরকার পতনের এক দফা দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহা সমাবেশের আগের রাতেই কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন দলটির হাজার হাজার নেতাকর্মী। কার্যালয়ের সামনে উপস্থিত এসব কর্মীদের জন্য রাতের খাবার হিসেবে খিচুড়ির আয়োজন করেছেন দলটির ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

শুক্রবার (২৭ অক্টোবর) রাত ৯টার পরপর নেতাকর্মীদের মধ্যে এ খাবার বিতরণ করা হয়।

নিপুণ রায়সহ ঢাকা জেলার নেতারা কাভার্ডভ্যানে করে খাবার বিতরণ করেন। হাড়িতে করে আনা খাবার ওয়ানটাইম প্লেটে করে নেতাকর্মীদের মধ্যে বিতরণ করা হয়।

এসময় নেতাকর্মীরা লাইন ধরে খাবার গ্রহণ করেন।

এ সংক্রান্ত খবর ও ছবি একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। যেমন দেখুন এখানে , এখানে  ।

এই খবরের সাথে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, এখানে নিপুর রায়ের পরণে ছিল হ্লুদ রঙের থ্রি পিস , যার সাথে ফটোকার্ডে প্রকাশিত ছবির মিল নেই। অর্থাৎ পুরনো ছবি এই সাম্প্রতিক ফটোকার্ডে ব্যবহার করা হয়েছে।

এছাড়া, বিএনপি’র ৬৫ জন নেতাকর্মী অসূস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন- এমন কোনো সংবাদ মূলধারার গণমাধ্যমে পাওয়া যাচ্ছে না।

সার্বিক বিবেচনায় এ সংক্রান্ত পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

No Factcheck schema data available.