সৌদি আরবের পতাকায় কোনো পরিবর্তন হচ্ছে না

82
সৌদি আরবের পতাকায় কোনো পরিবর্তন হচ্ছে না
সৌদি আরবের পতাকায় কোনো পরিবর্তন হচ্ছে না

Published on: [post_published]

‘’কালেমা থাকছে না সৌদির পতাকায় – আবারও সঠিক হলো আবু ত্বহা মুহাম্মদ আদনান এর ভবিষ্যৎ বাণী’’-এমন একটি খবর কিছুদিন আগে ভাইরাল হয়েছিল। তবে পরবর্তীতে সৌদি আরবের জাতীয় পতাকায় পরিবর্তনের খবরটি গুজব হিসেবে সনাক্ত হয়েছে।

গুজবের উৎস

গত ৭ ই ফেব্রুয়ারি থেকে বাংলা ভাষায় এই গুজবটা ভাইরাল হতে দেখা যায়। এমন কয়েকটা পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে, এখানে , এখানে , এখানে , এখানে

অনুসন্ধান

৩১ জানুয়ারি সৌদী আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ আরবি ভাষায় এক প্রতিবেদনে উক্ত দিনের সুরা কাউন্সিলে গৃহীত সিদ্ধান্তগুলো প্রকাশ করে। অন্যান্য সিদ্ধান্তের মধ্যে পতাকা আইন সংশোধনী সংক্রান্ত একটি আলোচনা ভোটে পাশ হওয়ার খবর জানানো হয়। তবে  এই সংশোধনীতে পতাকা থেকে কালেমা তাইয়েবা সরিয়ে দেয়ার কোনো সিদ্ধান্তের তথ্য ছিল না।

১লা ফেব্রুয়ারি সৌদি গেজেট এর এক ইংরেজি প্রতিবেদনে এই পতাকা আইন সংশোধনীর খবর পাওয়া যায়। এখানে বলা হয়েছে, সুরা কাউন্সিল এক ভোটাভুটির মাধ্যমে জাতীয় পতাকা, জাতীয় প্রতীক ও জাতীয় সঙ্গীত সংক্রান্ত এক আইনের সংশোধনও অনুমোদন করেছে । তবে এসবের বিষয়বস্তুর কোনো পরিবর্তন হচ্ছে না।

এই সংশোধনীর উদ্দেশ্য হচ্ছে, সর্বস্তরে জাতীয় পতাকা,প্রতীক ও সঙ্গীত এর মর্যাদা সম্পর্কে সবাইকে সচেতন করা। এই সংশোধনীর ফলে কেউ এসব প্রতীকের অমর্যাদা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান থাকছে ।

সৌদি আরবের এ্যান্টি রিউমার কমিশন এই ফ্যাক্টচেকিং রিপোর্টে জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই খবরটি সম্পূর্ণ গুজব। সৌদি সরকার পতাকা সংক্রান্ত আইনে পরিবর্তন আনতে যাচ্ছে ঠিকই , তবে পতাকার আকার-আকৃতি, এবং পতাকার ভেতরের বাক্য এবং বিষয়বস্তুর কোনো পরিবর্তন হবে না।

একই ধরনের ফ্যাক্টচেকিং রিপোর্ট প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক মিসবার এবং বাংলাদেশের এ এফ পি

বিভিন্ন সংবাদমাধ্যমেও এই পরিবর্তনের খবরকে ‘গুজব’ জানিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

এসবের ভিত্তিতে ফ্যাক্টওয়াচ এই খবরটিকে ‘গুজব’ হিসেবে সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.