প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার ইচ্ছা আছে ,দেশের প্রতিটা বিভাগেই একটা করে পতিতালয় চালু করব –এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এই বক্তব্যটি মিথ্যা। প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী গত ১৩ই ফেব্রুয়ারি তারিখে এক ভাষণে দেশের প্রতিটা বিভাগে একটি করে মেরিন একাডেমির স্থাপনের ইচ্ছা জানিয়েছেন। তার সেই বক্তব্যই বিকৃত করে প্রচার করা হচ্ছে।
বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, আমরা এ বছর অর্থাৎ ২০২২-এর জানুয়ারি থেকে পাবনা, বরিশাল, রংপুর ও সিলেটে আরও ৪টি মেরিন একাডেমির কার্যক্রম আমরা চালু করেছি। আমার ইচ্ছা আছে যে, প্রত্যেক বিভাগে একটি করে মেরিন একাডেমি চালু হবে।
এসব বক্তব্যের কোথাও পতিতালয় সম্পর্কিত কোন বক্তব্য খুজে পাওয়া গেল না।
এনটিভির ফেসবুক পেজে এই খবর সম্পর্কিত লিংকটি শেয়ার করা হয়েছিল। দেখুন এখানে
এই স্ক্রিনশটটি এডিট করেই পতিতালয় সংরান্ত গুজব ছড়ানো হয়েছে বলে প্রমাণ পাওয়া যাচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য , উইকিপিডিয়া থেকে জানা যাচ্ছে, ২০২০ সালে বাংলাদেশে ১৪টি নিবন্ধিত পতিতালয় ছিল। বিশ ও একুশ শতকে বেশ কিছু পতিতালয় উচ্ছেদ করা হয়েছিল এবং বর্তমানে নতুন করে কোথাও পতিতালয় স্থাপনের কোনো পরিকল্পনার কথা পাবলিক ডোমেইনে জানা যায়নি।
অপরদিকে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১১ টি মেরিন একাডেমির জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এই বিজ্ঞপ্তি থেকে দেখা যাচ্ছে , ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট , রাজশাহী (পাবনা) এবং রংপুর বিভাগে মেরিন একাডেমি রয়েছে। কেবলমাত্র খুলনা এবং ময়মনসিংহ বিভাগে কোনো মেরিন একাডেমি নেই।
সঙ্গত কারণেই ভাইরাল হওয়া এই গুজবটিকে ফ্যাক্টওয়াচ ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?