‘‘অভিনন্দন । আফগানিস্তানে পূর্ণ মন্ত্রিসভা ঘোষণা । নতুন প্রেসিডেন্ট -মোল্লা আব্দুল গনি বারাদার’’—মর্মে একটি পোস্ট ফেসবুকে ভাইরাল হয়েছে। গত ১৫ই আগস্ট থেকে এই পোস্ট টা ফেসবুকে দেখা গেলেও, ফ্যাক্টওয়াচের অনুসন্ধান অনুযায়ী, এখনো পর্যন্ত আফগানিস্তানে কোনো প্রেসিডেন্ট কিংবা কোনো ধরনের মন্ত্রিসভা ঘোষণা করা হয়নি।
বিভ্রান্তির উৎস
গত ১৫ই আগস্ট রবিবার তালেবান বাহিনী আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে। সেদিন বিকাল থেকেই আফগানিস্তানে নতুন প্রেসিডেন্ট এবং নতুন মন্ত্রিসভা গঠনের এই পোস্টটি ফেসবুকে দেখা যায়।
অভিনন্দন♣ ♦আফগান প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও নারী সদস্যসহ পূর্ণ মন্ত্রীসভা ঘোষণা। ★ প্রেসিডেন্ট মোল্লা আবদুল গনি বারাদর হাফিজাহুল্লাহ ★ ভাইস প্রেসিডেন্ট মোল্লা মুহাম্মদ ইয়াকুব বিন মোল্লা উমর ★ প্রধানমন্ত্রী মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদাহ ★ আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা শের মুহাম্মদ আব্বাস ★অর্থমন্ত্রী মোল্লা সিরাজুদ্দীন হাক্কানী ★পররাষ্ট্রমন্ত্রী সোহেল শাহীন
কোনো তথ্যসূত্র উল্লেখ করা না হলেও কয়েক শত মানুষ এই খবরটিকে সত্য ধরে নিয়ে শেয়ার করেন। পরবর্তীতে অন্যান্য বিভিন্ন পেজ, গ্রুপ এবং সাধারন ফেসবুক ব্যবহারকারীরা এই ধরনের পোস্ট দিতে থাকেন। এমনকি আবদুল গনি বারাদর-কে প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করে বিভিন্ন পোস্টার ও শেয়ার করতে দেখা যায়।
১৫ই আগস্ট আশরাফ গনি সরকার পদত্যাগ করার পরে গত ২ সপ্তাহে আফগানিস্তানে কোনো সরকার নেই। কোনো প্রেসিদেন্ট কিংবা প্রধানমন্ত্রি নেই। বিভিন্ন মহল থেকে সরকার গঠনের চেষ্টা চলছে বলে শোনা গেলেও, আজ (২ সেপ্টেম্বর) এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানে নতুন কোনো সরকার শপথ নেয়নি।
১লা সেপ্টেম্বর তারিখে বিবিসি বাংলা থেকে জানা যাচ্ছে, কাতারে তালেবানের রাজনৈতিক দপ্তরের উপ-প্রধান শের আব্বাস স্তানেকযাই বিবিসি পশতু বিভাগকে বলছে আগামী দুই দিনের মধ্যে তারা নতুন সরকার ঘোষণা করতে পারবে। এই সরকারে নারীর ভূমিকা থাকলেও মন্ত্রি পর্যায়ে কোনো নারী থাকবে না।
১ লা সেপ্টেম্বর ভয়েস অফ আমেরিকার অপর এক খবর থেকে জানা যাচ্ছে, তালিবান নতুন সরকারের ঘোষণা দেওয়ার খুব কাছাকাছি অবস্থায় আছে। এই সরকারের মন্ত্রিসভায় কমপক্ষে ২৬ জন সদস্য থাকবে।
গত ৩১শে আগস্ট তারিখে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাতকারে একজন সিনিয়র তালেবান নেতা আনাস হাক্কানি বলেছিলেন, আমরা কয়েক দিনের মধ্যে নতুন সরকার গঠন করব। তবে এই সরকারে কে থাকছেন, সেটা এখনই বলা যাচ্ছে না।
গত ২৮শে আগস্ট বার্তা সংস্থা রয়টার্স কে দেওয়া এক সাক্ষাতকারে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ও বলেছিলেন, আমরা নতুন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছি। এই কাজে এক বা দুই সপ্তাহ সময় লাগতে পারে।
এই সকল সাক্ষাৎকার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে, আফগানিস্তানে নতুন কোনো সরকার গঠিত হয়নি। আব্দুল গনি বারাদার ,হাইবাতুল্লাহ আখুন্দজাদাহ কিংবা অন্য কাউকে নতুন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়নি।
নতুন কোনো মন্ত্রি কি নিযুক্ত হয়েছে ?
আফগানিস্তানের অভ্যন্তরীণ সংবাদ সংস্থা Pajhwok কে উদ্ধৃত করে গত ২৪শে আগস্ট বার্তা সংস্থা রয়টার্স জানায়, তালেবান ২ জন নতুন মন্ত্রিকে নিয়োগ করা হয়েছে। গুল আগাকে অর্থমন্ত্রি করা হয়েছে এবং সদর ইব্রাহিম কে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তবে ভাইরাল হওয়া ফেসবুক পোস্টে অর্থমন্ত্রি হিসেবে মোল্লা সিরাজুদ্দীন হাক্কানীর নাম প্রচার করা হচ্ছে।
সিদ্ধান্ত
সার্বিক দিক পর্যালোচনা করে বলা যায়, আফগানিস্তানে এখনো পর্যন্ত (২ সেপ্টেম্বর) পর্যন্ত কোনো নতুন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রি কিংবা মন্ত্রিসভা গঠিত হয়নি। কাজেই, আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট কিংবা নতুন সরকার সংক্রান্ত এই পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?