যা দাবি করা হচ্ছে – ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে মশাল মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র-শিবির।
অনুসন্ধানে যা পাওয়া যাচ্ছে- এখানে যে ছবিগুলো ব্যবহার করা হয়েছে, সে ছবিগুলো ঢাকার উত্তরায় অবস্থিত IUBAT নামক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রদীপ প্রজ্বলন ও মশাল মিছিলের ছবি, যে মশাল মিছিলটি ১৭ই জুলাই সন্ধ্যায় ক্যাম্পাসের সামনে অনুষ্ঠিত হয়েছিল। এতে কোনো নির্দিষ্ট দলের সদস্যরা নয়, বরং উক্ত বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল, এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কোনো চেষ্টা করেনি।
এখানে, প্রথম ছবিতেই দেখা যাচ্ছে, IUBAT লেখা একটি গেটের সামনে শত শত শিক্ষার্থী রাতের অন্ধকারে মোমবাতি হাতে দাঁড়িয়ে আছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, IUBAT হল ঢাকার উত্তরায় অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় যার পূর্ণরূপ International University of Business Agriculture and Technology.
প্রকাশিত ছবির সূত্র ধরে, আই ইউ বি এ টি এর ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত দু;টি ফেসবুক পেজে এই ছবিগুলো খুজে পাওয়া গেল। IUBAT Gossip নামক পেজে ১৭ই জুলাই রাত ৮ টা ৩৬ মিনিটে We want Justice ক্যাপশনে মশাল মিছিল ও প্রদীপ প্রজ্বলন কর্মসূচির কয়েকটি ছবি আপলোড করা হয়, যার সাথে “সত্য টিভি”তে প্রকাশিত ছবিদুটোর মিল পাওয়া যাচ্ছে।
এছাড়া, The Beauty of IUBAT Campus নামক পেজে একই ছবিগুলো রাত ৮টা ৪০ মিনিটে আপলোড করা হয়।
আইইউবিএটি পেজ থেকে রাত ১২টা ৫১ মিনিটে প্রকাশিত আরেকটি পোস্টে বলা হয়, শিক্ষা বার্তা নামের পেইজটি থেকে IUBAT এর সাধারণ শিক্ষার্থীদের মশাল প্রজ্জ্বলনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হওয়া শিবিরের মশাল মিছিল নাম দিয়ে পোস্ট করা হয়েছে। যাহা সম্পূর্ণরূপে গুজব।
শিক্ষা বার্তা পেজে গিয়ে দেখা গেল, তারা রাত ১২টা ১৫ মিনিটে এই ছবিগুলো আপলোড করে ক্যাপশনে লিখেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে মশাল মিছিল নিয়ে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ইসলামি ছাত্র-শিবির।
পরবর্তীতে রাত ১টা ৯ মিনিটে তারা ক্যপশন পরিবর্তন করে লেখে, মশাল মিছিল ✊🔥
রাত ১টা ১৪ মিনিটে আবারো ক্যাপশন পরিবর্তন করে লেখে, আইইউবিএটি এর ছাত্রছাত্রীরা করল মশাল মিছিল।
আইইউবিএটি গসিপ পেজের এ্যাডমিনের সাথে ইনবক্সে যোগাযোগ করা হলে তিনি জানান যে,১৭ই জুলাই রাত ৮.৩০ মিনিটি তারা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে সমবেত হয়ে ‘যারা বিনা দোষে শহীদ হয়েছে’ তাদের স্মরণে মোমবাতি ও মশাল জালিয়ে শান্তি মিছিল পালন করে। রাত ১০টার মধ্যে কর্মসূচী সমাপ্ত হয় । তিনি নিশ্চিত করেন যে,কর্মসূচীটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই সীমাবদ্ধ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না।
এদিকে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর ভেরিফাইড ফেসবুকে পেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে মশাল মিছিল নিয়ে অগ্রসর হওয়ার কোনো কর্মসূচি দেখা গেল না। মূলধারার গণমাধ্যমেও এমন কোনো খবর প্রকাশিত হয়নি।
সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া ভুল দাবিযুক্ত এ সকল পোস্টকে বিভ্রান্তিকর সাব্যস্ত
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।