সম্প্রতি নেপালে বিমান দূর্ঘটনার দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, ভিডিওটি দূর্ঘটনার ঠিক আগ মুহূর্তে ধারণ করা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভিডিওতে দেখানো বিমানটি নভোএয়ার এয়ারলাইন্সের। কিন্তু নেপালে দূর্ঘটনায় পড়া বিমানটি ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান ছিলো। এছাড়া নভোএয়ারের যাত্রীবাহী কোনো বিমান নেপাল যায় না। এমনকি সম্প্রতি নভোএয়ারের কোনো বিমান দূর্ঘটনায় কবলিত হওয়ার কোনো তথ্য মূলধারার গণমাধ্যমেও খুঁজে পাওয়া যায়নি। সঙ্গত কারণে এই দাবিকে “বিভ্রান্তিকর” আখ্যা দিচ্ছে ফ্যাক্টওয়াচ।
২ মিনিট ৩৮ সেকেন্ড দীর্ঘ এই ভিডিওটি ৭ ফেব্রুয়ারি, ২০২৩ এ প্রকাশিত হয়। সেখানে বিমানের এক যাত্রীকে বিমানের ভিতরের চিত্র ধারণ করতে দেখা যায়। এর ক্যাপশনে দাবি করা হয়, “বিমানের ভিতরে শেষ ঘুম!!নেপালে বিধ্বস্ত বিমানের একটি ভিডিও রীতিমতো চমকে দিলো মানুষের হৃদয়কে”। অর্থ্যাৎ, ভিডিওটিকে নেপালে বিধ্বস্ত বিমানের দৃশ্য বলে দাবি করা হচ্ছে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
ভাইরাল ভিডিও থেকে বিভিন্ন স্থিরচিত্রের সাহায্যে রিভার্স ইমেজ সার্চ করা হলে কোনো ফলাফল পাওয়া যায় নি। পরবর্তীতে প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ডের সাহায্যে অনুসন্ধান করা হলে, ইউটিউবে একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। একই ক্যাপশনে ভিডিওটি ৫ ফেব্রুয়ারি, ২০২৩ এ ‘ABC Tech News’ নামে একটি চ্যানেল থেকে প্রকাশিত হয়।
এছাড়া মূলধারার গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে এমন কোনো ভিডিও খুঁজে পাওয়া যায় নি।
ভাইরাল ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে বিমানের আসনে একটি লোগো দেখতে পাওয়া যায়। সেখানে বিমানের নাম “নভোএয়ার” বলে জানা যায়। পরবর্তীতে, এই লোগোর সাথে নভোএয়ার এর ইউটিউব চ্যানেল থেকে পাওয়া একটি ভিডিও পাশাপাশি তুলনা করে নিশ্চিত হওয়া যায় যে, ভাইরাল এই ভিডিওটি নভোএয়ার এয়ারলাইন্সের একটি বিমান।
নভোএয়ার এর অফিসিয়াল সাইট এবং এর উইকিপিডিয়া পেজ থেকে জানা যায়, নভোএয়ার মূলত বাংলাদেশ ভিত্তিক একটি বিমান পরিবহনব্যবস্থা। এর গন্তব্য মূলত বাংলাদেশের ভিতরেই যেমন, সিলেট, চট্টগ্রাম, যশোর ইত্যাদি জায়গায়। এছাড়া বাংলাদেশের বাইরে এখন পর্যন্ত শুধুমাত্র ভারতের কলকাতায় যায়।
অর্থ্যাৎ, নভোএয়ারের কোনো যাত্রীবাহী বিমান নেপাল যায় না। তাই সেখানে বিমানটির দূর্ঘটনার দাবিটি অযৌক্তিক। এছাড়া মূলধারার কোনো গণমাধ্যমেও এমন কোনো দূর্ঘটনার খবর খুঁজে পাওয়া যায়নি।
অন্যদিকে অনুসন্ধানে ব্লুমবার্গের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ এর জানুয়ারিতে নেপালে একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। দূর্ঘটনা কবলিত বিমানটি ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান যার নাম “ইয়েতি এয়ারলাইন্স ফ্লাইট ৬৯১”। মূলত এই খবরটি সেসময় খুবই আলোচিত হয়। উক্ত বিমানে থাকা একজন যাত্রী দূর্ঘটনার আগমুহূর্তে একটি ভিডিও ধারণ করে এবং সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ধারণা করা যায়, তারই ধারাবাহিকতায় সম্প্রতি ফেসবুকে ভাইরাল এই ভিডিওটিকে নেপালের দূর্ঘটনার বলে দাবি করা হচ্ছে।
নেপাল দূর্ঘটনার সেই ভিডিওটি নিয়ে এনডিটিভির একটি প্রতিবেদন দেখুন এখানে। (সতর্কতাঃ ভিডিওটি অনেকর জন্য অস্বস্তিকর হতে পারে)
অতএব, বিষয়টি পরিষ্কার যে ভাইরাল ভিডিওটি নেপাল দূর্ঘটনার নয়। বাংলাদেশ ভিত্তিক এয়ারলাইন্স নভোএয়ারের একটি ভিডিও এটি। তাই ফ্যাক্টওয়াচের বিবেচনায় এমন ফেসবুক পোস্টগুলোকে “মিথ্যা” চিহ্নিত করা হলো।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?