“দিল্লিতে নুপুর শর্মাকে গণধোলাই” – পুরনো এবং বিভ্রান্তিকর

31
“দিল্লিতে নুপুর শর্মাকে গণধোলাই” – পুরনো এবং বিভ্রান্তিকর
“দিল্লিতে নুপুর শর্মাকে গণধোলাই” – পুরনো এবং বিভ্রান্তিকর

Published on: [post_published]

সম্প্রতি “দিল্লির একটি শপিংমলে, গণপিটুনির শিকার হয়েছেন নুপুর শর্মা” ক্যাপশনে – একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল ছবিটি ২০০৮ সালের। সেসময়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে একটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন নুপুর শর্মা। মূলত সে আন্দোলনের ছবিগুলো বর্তমানে ভাইরাল করে দাবি করা হয়েছে, গণপিটুনির শিকার হয়েছেন নুপুর  শর্মা। এমন কি তাকে পিটিয়ে মেরেই ফেলা হয়েছে এমন দাবিও করা হয়েছে। সঙ্গত কারণেই ২০০৮ সালের ভিন্ন একটি প্রেক্ষাপটের ছবিকে বর্তমান প্রেক্ষিতে ব্যবহার করায় ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে “মিথ্যা” সাব্যস্ত করছে। 

 

ফেসবুকে ছড়িয়ে পড়া এমনকিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে এখানে, এবং এখানে 


ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা হলে বেশকিছু তথ্য সামনে আসে। গেটি ইমেজ থেকে সংগ্রহ করা হিন্দুস্থান টাইমসে প্রকাশিত ছবিটির বিস্তারিত অংশে দেখা যায়, “ নভেম্বর ২০০৮ তারিখ দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে একটি আন্দোলন করেছিল বিজেপির ছাত্রসংগঠন  এবিডিপি। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন নুপুর শর্মা। সংবাদটি দেখুন এখানে এবং এখানে স্ক্রিনশট দেখুন নিচে

অর্থাৎ নভেম্বর ২০০৮ সালের আন্দোলনের ছবি ব্যবহার করে দাবি করা হয়েছে, বর্তমানে গণপিটুনির শিকার হয়েছেন নুপুর শর্মা। সঙ্গত কারণে ভাইরাল এ সকল ছবিগুলোকে ফ্যাক্টওয়াচমিথ্যাচিহ্নিত করেছে। 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh