সম্প্রতি “দিল্লির একটি শপিংমলে, গণপিটুনির শিকার হয়েছেন নুপুর শর্মা” ক্যাপশনে – একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল ছবিটি ২০০৮ সালের। সেসময়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে একটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন নুপুর শর্মা। মূলত সে আন্দোলনের ছবিগুলো বর্তমানে ভাইরাল করে দাবি করা হয়েছে, গণপিটুনির শিকার হয়েছেন নুপুর শর্মা। এমন কি তাকে পিটিয়ে মেরেই ফেলা হয়েছে এমন দাবিও করা হয়েছে। সঙ্গত কারণেই ২০০৮ সালের ভিন্ন একটি প্রেক্ষাপটের ছবিকে বর্তমান প্রেক্ষিতে ব্যবহার করায় ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে “মিথ্যা” সাব্যস্ত করছে।
ভাইরালছবিটিরিভার্সইমেজসার্চকরেদেখাহলেবেশকিছুতথ্যসামনেআসে।গেটিইমেজ থেকে সংগ্রহ করা হিন্দুস্থান টাইমসেপ্রকাশিতছবিটিরবিস্তারিতঅংশেদেখাযায়, “৬নভেম্বর২০০৮তারিখদিল্লিবিশ্ববিদ্যালয়েরনর্থক্যাম্পাসেএকটিআন্দোলনকরেছিলবিজেপিরছাত্রসংগঠনএবিডিপি।এইআন্দোলনেরনেতৃত্বদিয়েছিলেননুপুরশর্মা।সংবাদটিদেখুনএখানেএবংএখানে।স্ক্রিনশটদেখুননিচে,