ওবায়দুল কাদেরের উপর হামলা হয়েছে?

8
ওবায়দুল কাদেরের উপর হামলা হয়েছে? ওবায়দুল কাদেরের উপর হামলা হয়েছে?

Published on: [post_published]

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে যেখানে দাবি করা হয়েছে, গুম খুন নিয়ে মার্কিন নিষেধাজ্ঞা, ওবায়দুল কাদেরের উপর হামলা। তবে ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে দেখেছে, মার্কিন নিষেধাজ্ঞার সংবাদটি বেশ পুরনো একটি বিষয়। কিন্তু “ওবায়দুল কাদেরের উপর হামলা” দাবিটির সত্যতা মেলেনি। মূলত পুরনো দুটি ভিডিও জোড়াতালি দিয়ে এই ভিডিও বানানো হয়েছে।

এমন কিছু ভিডিও দেখুন এখানে, এবং  এখানে

অনুসন্ধান:

২৭ সেকেন্ডের ভিডিওটির শুরুতে বাংলাদেশ সরকারের কাছে গুম, খুনের শিকার ৭৬ জনের তালিকা দিয়েছে জাতিসংঘ বিষয়টি উল্লেখ করা হয়েছে, মূলত জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ বিভিন্ন সময় গুমের শিকার হওয়া ৭৬ জনের একটি তালিকা গত বছর বাংলাদেশ সরকারকে দেয়। এ বিষয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডের জেনেভায় মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপে আলোচনা হয়। সর্বশেষ ১৪ আগস্ট জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেত ঢাকা সফরের সময় এ তালিকা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন।

এ বিষয়ে প্রথম আলোর একটি প্রতিবেদন দেখুন এখানে

ভিডিওটির ১০ সেকেন্ড পরের অংশটিতে বাংলাদেশ আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক, রাস্তা ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের একটি ভিডিও দেখানো হয়েছে, সেখানে দেখা যায়, সম্মেলন মঞ্চে বক্তব্যরত একজন ব্যক্তিতে তিনি বক্তব্য বন্ধ করতে বলেন এবং তাকে সরিয়ে দিয়ে, মাইক হাতে নিয়ে নেতাকর্মীদের মাঝে নিজে বক্তব্য রাখেন।

মূলত, ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখে পুরান ঢাকার লালবাগে একটি সম্মেলনে যোগ দেন

আওয়ামী-লীগের কেন্দ্রীয় নেতারা। সে সময়ে মঞ্চে উপস্থিত ওবায়দুল কাদেরকে নিয়ে প্রশংসামূলক বিভিন্ন বক্তব্য তুলে ধরেন একজন স্থানীয় নেতা। ওবায়দুল কাদের কিছুটা বিরক্তি প্রকাশ করে উনাকে এতো কথা বলতে নিষেধ করেন ও তাকে বক্তব্য দেওয়া থেকে নিবৃত্ত করেন।

সেদিনের সম্মেলনের প্রতিবেদন দেখুন ATN NEWS এর ক্যামেরায়।

সুতরাং, মার্কিন নিষেধাজ্ঞার যে প্রতিবেদনের ভিডিও প্রচার করা হয়েছে তা বেশ পুরনো। অন্যদিকে ‘ওবায়দুল কাদেরের উপর হামলা’ শিরোনামে যে ভিডিওটুকু দেখানো হয়েছে তা মূলত অন্য একজন স্থানীয় নেতার প্রতি তাঁর বিরক্তির দৃশ্য। এ সংক্রান্ত কোনো হামলার বিষয় ভিডিওতে নেই, তাছাড়া মূলধারার সংবাদমাধ্যমগুলোতেও এমন হামলা সম্পর্কে কিছু জানা যায় নি।

সঙ্গত কারণে, এমন ক্যাপশনগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করেছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.