সম্প্রতি “ওবায়দুল কাদের আর নেই” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে একাধিক অনলাইন পোর্টাল থেকে। মূলত উক্ত সংবাদগুলোর শিরোনামটি মিথ্যা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের-এর মৃত্যুর গুজব এর আগেও ফেসবুকে ছড়িয়েছিল। সঙ্গত কারণেই ফ্যাক্টওয়াচ এটিকে “মিথ্যা” সাব্যস্ত করেছে।
ফেসবুকে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের নমুনা দেখুন এখানে এবং এখানে।
ভাইরাল হওয়া সংবাদগুলোর বিস্তারিত অংশে গিয়ে দেখা গেছে সেখানে শিরোনামের সাথে প্রাসঙ্গিক নয় এমন তথ্য পরিবেশিত হয়েছে। প্রকৃত প্রস্তাবে, ওবায়দুল কাদের জীবিত ও কর্মক্ষম আছেন এমন সাক্ষ্য এই রিপোর্ট লেখা পর্যন্ত মূলধারার মাধ্যম থেকে পাওয়া যাচ্ছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর মৃত্যুর গুজব এই প্রথম নয়। ২০২১ সালের ডিসেম্বর মাসেও একই গুজব ফেসবুকে ছড়িয়ে পড়েছিল। এমন কিছু ফেসবুক পোস্টের স্ক্রিনশট নিচে দেয়া হল:
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?