সম্প্রতি “জাতির পিতাকে দাঁড় করিয়ে রেখে ওবায়দুল কাদেরের চা পান! তীব্র থেকে তীব্র নিন্দা” ক্যাপশনে একটি ছবি ফেসবুকে শেয়ার হয়েছে। মূলত ছবিটি ২৬ ফেব্রুয়ারি ২০১৯ তারিখের, যেখানে বঙ্গবন্ধুর বেশভুষা অনুকরণ করে পরিচিত ব্যক্তি আরুক মুন্সীর একটি ছবি কৃত্রিমভাবে যুক্ত করা হয়েছে। সঙ্গত কারণেই ফ্যাক্টওয়াচ এটি কে “বিকৃত” সাব্যস্ত করেছে।
সম্প্রতি ফেসবুকে উক্ত ক্যাপশনটি সহ বিভিন্ন রকম ক্যাপশনে প্রকাশিত বিকৃত ছবিটি দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।
বিকৃত ছবি
ভাইরাল ছবিটি গুগল রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে অনুসন্ধান করে “পথের পাশে চা পানে দিন শুরু ওবায়দুল কাদেরের” শিরোনামে সমকাল থেকে প্রকাশিত একটি সংবাদ খুঁজে পেয়েছে ফ্যাক্টওয়াচ টিম। ২৬ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে প্রকাশিত উক্ত সংবাদে মূল ছবিটি ব্যবহৃত হয়েছে যেখানে ক্যাপশনে বলা হয়েছে “সকালে হাঁটাহাঁটি শেষে টঙ দোকানে নাস্তা সেরে চা পান করেন মন্ত্রী -ছবিটি তার ফেসবুক পেজ থেকে নেওয়া।“ উল্লেখ্য যে, উক্ত ছবিতে বঙ্গবন্ধু সদৃশ ব্যক্তি আরুক মুন্সী নেই।
প্রকৃত ছবি
পরবর্তীতে উক্ত তারিখ ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভ্যারিফাইড ফেসবুক একাউন্টে মূল ছবিটি খুঁজে পায় ফ্যাক্টওয়াচ টিম। ছবিটি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায়, বঙ্গবন্ধুর মতো দেখতে আলোচিত ব্যক্তি আরুক মুন্সীর একটি ছবি মূল ছবি তে কালো স্যুট পরিহিত এক ব্যক্তির উপরে কারিগরি করে বসানো হয়েছে।
ওবায়দুল কাদেরের ফেসবুক একাউন্ট থেকে প্রকাশিত উক্ত দিনের আরও কয়েকটি ছবি দেখুন নিচে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেশভুষা অনুকরণ করে বেশ পরিচিতি পেয়েছেন এই আরুক মুন্সি। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের কামারোল গ্রামে জন্ম নেওয়া আরুক মুন্সিকে দেখতে ভিড় করেন অনেকেই।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?