সোমবার থেকে চালু হচ্ছে দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন – পুরানো খবর

17
সোমবার থেকে চালু হচ্ছে দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন – পুরানো খবর
সোমবার থেকে চালু হচ্ছে দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন – পুরানো খবর

Published on: [post_published]

২৫ জুন ২০২১ তারিখে “সোমবার থেকে চালু হচ্ছে দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন” শিরোনামে একটি খবর প্রকাশ করেছে livenewsall.com নামের একটি অনলাইন পোর্টাল যা মূলত একটি পুরানো খবর। খবরের বিস্তারিত অংশটি গত ২৩ মে ২০২১ তারিখের একটি সংবাদ থেকে হুবহু কপি করা হয়েছে। বাস্তবে বিষয়টি বরং উলটো।  সাত জেলায় নতুন করে গত ২২ জুন ২০২১ থেকে ৩০ জুন ২০২১ পর্যন্ত ‘লকডাউন’ ঘোষণা করেছে সরকার। করোনা সংক্রমণের তীব্রতার প্রেক্ষিতে আগামী ২৮ জুন (সোমবার) থেকে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এই প্রেক্ষিতে দূরপাল্লার বাস, লঞ্চ চালু হওয়ার পুরানো সংবাদটি নতুন করে ছড়ানো সাংঘাতিক বিভ্রান্তিকর বলে বিবেচনা করেছে ফ্যাক্টওয়াচ।   

‘সোমবার থেকে চালু হচ্ছে দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন’ শিরোনামে ফেসবুকে শেয়ার হওয়া পোস্টগুলো দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।



livenewsall.com এর প্রতিবেদনের বিস্তারিত অংশ ধরে অনুসন্ধান চালিয়ে ফ্যাক্টওয়াচ দেখতে পায় সেটি bd24live.com এর গত ২৩ মে ২০২১ তারিখের একটি সংবাদকে হুবহু কপি করা। সংবাদটি ছিল রবিবার (২৩ মে) মধ্যরাত থেকে চলমান বিধিনিষেধ আরও সাত দিনের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে এই বিধিনিষেধের মধ্যে ২৪ মে ২০২১ (সোমবার) থেকে দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেন স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে পারবে।

২১ জুন ২০২১ (সোমবার) রাতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানান, “মঙ্গলবার থেকে সারা দেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে।“  এনায়েত উল্লাহ জানান, সড়ক পরিবহন মালিক সমিতি বাস চলাচল বন্ধ রাখার নির্দেশনাই পেয়েছে। তিনি বলেন, ‘ঢাকার চারপাশের জেলাগুলো দিয়েই অন্যান্য জেলার যানবাহন চলে। যেহেতু এসব এলাকা লকডাউন, তাই দূরপাল্লার যানবাহন বন্ধ থাকছে।’ দেশের যেকোনো স্থান থেকে ঢাকায় ঢুকতে হলে মানিকগঞ্জ কিংবা নারায়ণগঞ্জ কিংবা মুন্সীগঞ্জ কিংবা গাজীপুর হয়ে আসতে হয়। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এই আদেশের পর রেলপথ মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ জানায়, এই সময় রাজধানীমুখে ট্রেন ও নৌযানগুলো চললেও ওই সব জেলায় সেগুলো থামবে না।


সম্প্রতি বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনাভাইরাস সংক্রমণের প্রকোপ ব্যাপকহারে বেড়ে যাওয়ার কারণে ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতে লকডাউন বা বিধিনিষেধ আরোপের এই সিদ্ধান্তটি নেয়া হয়েছে। জেলাগুলো হচ্ছে্‌, মানিকগঞ্জ মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ। তবে এরই মাঝে নতুন করে আবার আগামী ২৮ জুন (সোমবার) থেকে সারাদেশে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। আজ ২৫ জুন (শুক্রবার) সন্ধ্যায় তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

যেহেতু বর্তমানে ঢাকা থেকে সারা দেশে দূরপাল্লার বাস ও সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে এবং নতুন করে করোনার তীব্র সংক্রমণ রোধে আগামী ২৮ জুন (সোমবার) থেকে সারাদেশে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার, তাই ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত অনুযায়ী এই এক মাসের আগের পুরানো সংবাদটি বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

 

 

 

 

No Factcheck schema data available.