৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে Kingdom of Bahrain নামের একটি ফেসবুজ পেজ থেকে “বাইতুল মোকাররম থেকে সরাসরি মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে ময়দানে নেমে গেছে জামাত শিবির হেফাজত।“ ক্যাপশনে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। মূল ভিডিওটি ২০২০ সালের ৩ মার্চ ভারতের দিল্লিতে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর গণ মিছিলের। পুরনো ভিডিও ভিন্ন প্রেক্ষাপটে ব্যবহার করায় সঙ্গত কারণেই ফ্যাক্টওয়াচ এটি কে “মিথ্যা” সাব্যস্ত করেছে।
৩২ মিনিট ৪০ সেকেন্ডের ভাইরাল ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, মূল ভিডিওটি ৬ মিনিট ৪১ সেকেন্ডের। একই ভিডিও পর পর ৫ বার জোড়া লাগিয়ে ৩২ মিনিট ৪০ সেকেন্ড দীর্ঘায়িত করা হয়েছে। ভিডিওটির ৪১ সেকেন্ডে মিছিলে অংশগ্রহণকারীদের হাতে দেখা যায় “দিল্লিতে নির্বিচারে মুসলিম হত্যা, মসজিদ ও বাড়িঘরে নির্বিচারে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল” লেখাযুক্ত একটি ব্যানার। ব্যানারের ডান পাশে স্পষ্ট উল্লেখ রয়েছে ৩ মার্চ, ২০২০ ইং তারিখ। ব্যানারের নিচে “হেফাজতে ইসলাম বাংলাদেশ – ফেনী জেলা” উল্লেখ রয়েছে।
ভিডিওটির ৫ মিনিট ৪ সেকেন্ডে বিক্ষোভকারীদের হাতে আরেকটি ব্যানার দেখা যায় যেখানে লেখা রয়েছে “দিল্লিতে উগ্রহিন্দুদের হাতে মুসলিম গণহত্যা ও মসজিদ অবমাননার প্রতিবাদে গণ মিছিল ও বিক্ষোভ সমাবেশ”। ব্যানারের নিচে “হেফাজতে ইসলাম বাংলাদেশ-ঘাটঘর মাদ্রাসা, ফুলগাজী” উল্লেখ রয়েছে। উল্লেখ্য যে, ফেনী জেলার একটি উপজেলা হচ্ছে ফুলগাজী।
বিভিন্ন কী-ওয়ার্ডের মাধ্যমে অনুসন্ধান করে উক্ত মিছিলটির একটি ভালো মানের ভিডিও ইউটিউবে খুঁজে পেয়েছে ফ্যাক্টওয়াচ টিম। ৩ মার্চ ২০২০ তারিখে “দিল্লি ইস্যুতে হেফাজতের বিক্ষোভ মিছিল। মোদিকে আসতে দিবে না ভারতে মুসলিম হত্যার প্রতিবাদ। Modhi Back” শিরোনামে ভিডিওটি দেখুন এখানে।
অন্যদিকে ১৮ এপ্রিল ২০২১ (রোববার) তৎকালীন হেফাজতে ইসলামের যুগ্ন মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তার করেছিল ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ। অর্থাৎ উক্ত ভাইরাল ভিডিওটি মামুনুল হক গ্রেপ্তারের আগের।
একই ভিডিও গতবছর “বাইতুল মোকাররম উওাল হেফাজতের বিক্ষোভ মিছিল” ক্যাপশনে প্রকাশিত হয়েছিল Kingdom of Bahrain ফেসবুক পেজ থেকে। ভিডিও দুটি দেখুন এখানে এবং এখানে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?