ধানমন্ডিতে পুলিশের সাথে আওয়ামী লীগের সংঘর্ষ দাবিতে পুরোনো ভিডিও প্রচার 

21
ধানমন্ডিতে পুলিশের সাথে আওয়ামী লীগের সংঘর্ষ দাবিতে পুরোনো ভিডিও প্রচার 
ধানমন্ডিতে পুলিশের সাথে আওয়ামী লীগের সংঘর্ষ দাবিতে পুরোনো ভিডিও প্রচার 

ফেসবুকে কিছু ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যায়, পুলিশের সাথে কিছু আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। ভিডিওতে রাস্তায় পুলিশ ও আন্দোলনকারীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। দাবি করা হচ্ছে, ভিডিওটি সাম্প্রতিক সময়ে ধানমন্ডিতে পুলিশের সাথে আওয়ামী লীগ কর্মীদের ত্রিমুখী সংঘর্ষের দৃশ্য। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে পাওয়া যায়, ভিডিওটি ২০২৩ সালের পিরোজপুরে বিএনপি ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা। 

এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে । 

ভিডিওর কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজে সার্চ করলে যমুনা টিভির একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ‘পিরোজপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত অনেকে; আটক ৬’ শিরোনামে ২০২৩ সালের ১৮ জুলাই ভিডিওটি প্রকাশিত হয়।  প্রতিবেদনে বলা হয়, পিরোজপুরে বিএনপি নেতাকর্মী ও পুলিশের সাথে সংঘর্ষে ৬ জনকে আটক করেছে পুলিশ। 

প্রতিবেদনের ভিডিওটির সাথে দাবিকৃত ভিডিওটির মিল পাওয়া যায়। দুইটি ভিডিওতেই একইভাবে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের লাঠি সোটা হাতে সংঘর্ষ করতে দেখা যায়। ভিডিওতে সংঘর্ষের এক পর্যায়ে একজন মটর সাইকেল আরোহীকে দেখা যায়। তিনি সংঘর্ষ চলাকালে পুলিশ সদস্যদের মাঝে দিয়ে রাস্তা আতিক্রম করেন। 

প্রতিবেদনে প্রকাশিত মোটরসাইকেল আরোহীর সাথে দাবিকৃত ভিডিওটির আরোহীর গাড়ি, পোশাক ও হেলমেটের মিল খুঁজে পাওয়া যায়। 

সংশ্লিষ্ট শব্দগুলো সার্চ করলে প্রথম আলোর একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। ‘পিরোজপুরে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় তিন শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১৫‘ শিরোনামে ২০২৩ সালের ১৯ জুলাই প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে যুক্ত ছবিটিতে দাবিকৃত ভিডিওতে থাকা আরোহীকে দেখা যায় । 

এ ছাড়া সম্প্রতি ধানমন্ডিতে পুলিশের সাথে আওয়ামী লীগের সংঘর্ষ নিয়ে মূলধারার কোনো সংবাদ খুঁজে পাওয়া যায় না। 

এসব তথ্য থেকে নিশ্চিত হওয়া যায়, ভিডিওটি ২০২৩ সালের ভিন্ন ঘটনার। তাই ফ্যাক্টওয়াচ পোস্টগুলোকে ‘মিথ্যা’ বলে চিহ্নিত করেছে।  

/শিবলী সাদিক সিফাত

Claim:
ফেসবুকে কিছু ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যায়, পুলিশের সাথে কিছু আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। ভিডিওতে রাস্তায় পুলিশ ও আন্দোলনকারীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। দাবি করা হচ্ছে, ভিডিওটি সাম্প্রতিক সময়ে ধানমন্ডিতে পুলিশের সাথে আওয়ামী লীগ কর্মীদের ত্রিমুখী সংঘর্ষের দৃশ্য।

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh