সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে প্রচার করা হচ্ছে যে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে কলকাতায় দেখা গেছে এবং সেখানে তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করবেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি ২০১৯ সালের নভেম্বর মাসের, সে সময় শেখ হাসিনা রাষ্ট্রীয় সৌজন্য সফরে পশ্চিমবঙ্গে গিয়েছিলেন। সেখানে তিনি কলকাতার তাজ বেঙ্গল হোটেলে ওঠেন এবং ইডেন গার্ডেনে গোলাপি বলের ক্রিকেট খেলা উপভোগ করেন এবং পরে হোটেলে ফিরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়ের সঙ্গে একটি সৌজন্য বৈঠক করেন। ফলে ৫ আগস্টের পরে তাকে প্রকাশ্যে কলকাতায় দেখা গেছে অথবা তিনি সেখানে বিশ্বের প্রভাবশালী নেতাদের সঙ্গে বৈঠক করবেন- এ ধরনের দাবিগুলো ভিত্তিহীন।
২০২৫ সালের ১ এবং ২ মার্চে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, এই ভিডিওর সঙ্গে ক্যাপশন আকারে জুড়ে দেওয়া হচ্ছে তিন ধরনের বক্তব্য।
পাঁচ আগস্টের পর এই প্রথম ক্যামেরার সামনে আসছেন শেখ হাসিনা
কথা বলছেন বিশ্বের প্রভাবশালী নেতাদের সঙ্গে
কলকাতায় তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করবেন।
এই ধরনের পোস্টগুলোতে নানান ধরনের বিভ্রান্তিকর মন্তব্য করছেন অনেকেই।
ভাইরাল এই ভিডিওতে “Sting Newz” নামের একটি লোগো দেখতে পাওয়া যায়। তবে স্টিং নিউজ ( Sting Newz) এর নামে ছড়ানো এই ভিডিওটি অস্পষ্ট। অনুসন্ধানে স্টিং নিউজের একটি ইউটিউব চ্যানেল খুঁজে পাওয়া যায়। সেখানে এই ভিডিওটি খুঁজে পাওয়া যায় এবং সেই ভিডিওটি তুলনামূলক স্পষ্ট। পাঁচ বছর আগে প্রকাশিত এই ভিডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ভারত ও বাংলাদেশের মধ্যে গোলাপি বলে দিবা-রাত্রি টেস্ট ম্যাচের উদ্বোধন করতে তিনি কলকাতায় এসেছেন।
শেখ হাসিনার এই একদিনের সফর নিয়ে প্রাসঙ্গিক কি- ওয়ার্ড সার্চে জানা যায়, ঐ সফরে তিনি কলকাতার তাজ বেঙ্গল হোটেলে উঠেছিলেন। ভাইরাল ভিডিওটি সেই তাজ বেঙ্গল হোটেলের।
তার এই সফর নিয়ে প্রথম আলো একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছিল সে সময়। দশটি স্থির চিত্রসহ প্রকাশিত এই প্রতিবেদনটি থেকে ২০১৯ সালের নভেম্বর মাসের ঐ একদিনের সফরে শেখ হাসিনা কোথায় কোথায় গিয়েছেন তার একটি ধারনা পাওয়া যায়।
এছাড়া বার্তা টুয়েন্টিফোরের সে সময়ের একটি প্রতিবেদনে প্রকাশিত ছবির সঙ্গে তুলনা করে দেখা যায় তাজ বেঙ্গল হোটেলে তার সঙ্গের ব্যক্তিরা একই ছবিতেও আছেন।
এই সব প্রতিবেদন পর্যালোচনা করে এটি স্পষ্ট বোঝা যায় যে, আলোচ্য ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, ২০১৯ সালের। ফলে ভিডিওটির সঙ্গে; ‘পাঁচ আগস্টের পর এই প্রথম ক্যামেরার সামনে আসছেন শেখ হাসিনা’ ; ‘কথা বলছেন বিশ্বের প্রভাবশালী নেতাদের সঙ্গে’ অথবা ‘কলকাতায় তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করবেন’ – এ ধরনের ক্যাপশনগুলোর কোন সম্পর্ক নেই। সঙ্গত কারণে, এই ক্যাপশনযুক্ত ভিডিওটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করা হলো।
Claim: সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে প্রচার করা হচ্ছে যে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে কলকাতায় দেখা গেছে এবং সেখানে তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করবেন।
Claimed By: facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh