পাকিস্তান সেনাবাহিনীর বাংলাদেশে প্রশিক্ষণ দিতে আসার দাবিটি মিথ্যা

83
পাকিস্তান সেনাবাহিনীর বাংলাদেশে প্রশিক্ষণ দিতে আসার দাবিটি মিথ্যা
পাকিস্তান সেনাবাহিনীর বাংলাদেশে প্রশিক্ষণ দিতে আসার দাবিটি মিথ্যা

সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতে বাংলাদেশে আসছে দাবিতে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, বাংলাদেশের সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর একটি দলকে। পাকিস্তান সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার অফিসার বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্যদের প্রশিক্ষণ তত্ত্বাবধান করবেন। অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে সংবাদগুলোতে বলা হয়েছে, "এ প্রশিক্ষণ শুরু হবে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। প্রশিক্ষণের প্রথম ধাপ মোমেনশাহী সেনানিবাসে সেনা প্রশিক্ষণ ও ডকট্রিন কমান্ড সদর দফতরে অনুষ্ঠিত হবে। এক বছরের মধ্যে প্রথম ধাপের প্রশিক্ষণ শেষ হবে। পরে বাংলাদেশ সেনাবাহিনীর আরও ১০টি কমান্ডকে প্রশিক্ষণ দেবে পাকসেনা।" ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতে পাকিস্তানের সেনাবাহিনীর বাংলাদেশে আসার দাবিটি সঠিক নয়। 

দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ওয়েবসাইটে (আইএসপিআর) একটি প্রতিবাদলিপি পাওয়া যায়। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবাদলিপিটিতে বলা হয়, “পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষক দল বা প্রতিনিধি দলের বাংলাদেশের কোনো সেনানিবাসে প্রশিক্ষণের জন্য আসার কোনো পরিকল্পনা নেই। এই দাবি ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

প্রতিবাদলিপিটিতে আরও বলা হয়, এই প্রতিবেদন প্রকাশের পূর্বে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর কোনো মন্তব্য বা ব্যাখ্যা গ্রহণ করেনি। এই উপেক্ষা প্রতিবেদনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।

প্রসঙ্গত, এবারই প্রথম নয়, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে মিথ্যা, বিভ্রান্তিকর ছড়িয়ে আসছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। তাই অজ্ঞাত সূত্রের বরাতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের বাংলাদেশে আসার দাবিটিরও সত্যতা নিয়ে প্রশ্ন থাকে। 

এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রতিবাদলিপিটি প্রকাশ করে  বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের বাংলাদেশে আসার দাবিটিকে ভিত্তিহীন হিসেবে উল্লেখ করা হয়েছে। 

সার্বিক বিবেচনায়, ফ্যাক্টওয়াচ  বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের বাংলাদেশে আসার প্রচারিত দাবিটিকে মিথ্যা হিসেবে আখ্যায়িত করছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 

Claim:
সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতে বাংলাদেশে আসছে দাবিতে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Claimed By:
Facebook User

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh