যুক্তরাষ্ট্রে বিএনপি সমর্থকদের হাতে পাকিস্তানের পতাকা? 

52
যুক্তরাষ্ট্রে বিএনপি সমর্থকদের হাতে পাকিস্তানের পতাকা? 
যুক্তরাষ্ট্রে বিএনপি সমর্থকদের হাতে পাকিস্তানের পতাকা? 

Published on: [post_published]

পাকিস্তানের পতাকা হাতে নিয়ে বিএনপির নেতাকর্মীরা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসাসহ বিভিন্ন দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করেছে – এমন একটি দাবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশী রাজনৈতিক দলের হাতে পাকিস্তানের পতাকা কেন, সে বিষয়েও ফেসবুকে অনেকে প্রশ্ন তুলেছে। কিন্তু ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে দেখেছে, পাকিস্তানের পতাকা বিএনপির নেতাকর্মীদের হাতে ছিল না, ছিল পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতাকর্মীদের হাতে। ঘটনাচক্রে নিউইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতাকর্মীরা একই সময়ে নিজেদের ভিন্ন ভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করেছিল। তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও থেকে এ বিষয়টির পরিষ্কার প্রমাণ মেলে । তাই উক্ত দাবিগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করেছে।

গুজবের উৎস

ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান:

যুক্তরাষ্ট্রে বিএনপির বিক্ষোভ মিছিলের বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে বিভিন্ন কী-ওয়ার্ড ধরে গুগলে সার্চ করা হয়। সেখানে দেখা যায়, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা, সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমেরিকা সফরের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের  নেতা-কর্মীরা। শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের জাতিসংঘ সদর দপ্তরের সামনে সেকেন্ড এভিনিউতে এই বিক্ষোভ মিছিল করেছিল দলটি। বিস্তারিত দেখুন এখানে

 

পূর্ব অভিজ্ঞতার আলোকে দেখা যায়, নেতাকর্মীদের হাতে সাধারণত নিজ দলীয় পতাকা ও বাংলাদেশের পতাকা থাকে। তবে ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে বিএনপির  বিক্ষোভে পাকিস্তানের পতাকা কিভাবে উড়েছে তা জানতে অনুসন্ধান করে ফ্যাক্টওয়াচ। জাতিসংঘ সদর দপ্তরের সামনে সেদিন অন্য কোনো দেশের বা রাজনৈতিক দলের সমাবেশ ছিলো কিনা তা জানতে চেষ্টা করা হয়। গুগলে সার্চ করে এ বিষয়ে ঢাকা পোস্টের একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি দেখুন এখানে। প্রতিবেদনটি থেকে জানা যায়, মুখোমুখী অবস্থানকালে  নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে হাতাহাতি ও বোতল ছোড়াছুড়িতে জড়িয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপির নিউইয়র্ক শাখার নেতাকর্মীরা। অবস্থা বেগতিক দেখে একপর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা দুই দলের নেতাকর্মীদের ৪৬ স্ট্রিটের দু’মাথায় সরিয়ে দেন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে ৪৬ স্ট্রিটের সামনে এ ঘটনা ঘটে। অর্থাৎ সেদিন বিএনপি যেমন প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল তার বিপরীতে আওয়ামী লীগ নিউইয়র্ক শাখার নেতা-কর্মীরা বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে শান্তি সমাবেশ করছিল।

এখানে লক্ষণীয় যে, ঢাকা পোস্ট তাদের প্রতিবেদনের সাথে একটি ভিডিও ফুটেজ ও প্রকাশ করেছে। ২ মিনিট ৫৯ সেকেন্ডের ভিডিওটি যে যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি চলাকালীন ধারণ করা হয়েছে তা উল্লেখ আছে। ভিডিওটির ১ মিনিট ৪ সেকেন্ড অংশে দেখা যায় বিএনপির র‍্যালির ঠিক পিছনে পাকিস্তানের অন্যতম রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের পতাকা ও পাকিস্তানের জাতীয় পতাকা। এই সূত্র ধরে গুগলে বিভিন্ন কী-ওয়ার্ড ধরে সার্চ করে  জানতে চেষ্টা করা হয় নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে সেদিন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের কোনো কর্মসূচি ছিল কিনা। উল্লেখ্য যে,  New York Protest, In Front of United Nation’s Building শিরোনামে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে। ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে আপলোড হওয়া ভিডিওটির বিবরণ অংশে উল্লেখ আছে:

Pakistani’s Stand Together: Demanding Care Taker PM of Pakistan Visiting UN Conference, to do his Actual Job – Conduct Free & Fair Elections According to Pakistani Constitution – ভিডিওটি দেখুন এখানে। ১ ঘণ্টা ২ মিনিট ৫৮ সেকেন্ডের ভিডিওটির ৭ মিনিট ৮ সেকেন্ড অংশে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থকরা যখন উর্দুতে সাংবাদিকদের কাছে তাদের দাবি-দাওয়া প্রকাশ করছেন ঠিক তার পিছনে বাংলাদেশের পতাকা উড়তে দেখা গেছে। অর্থাৎ একই সময়ে সেখানে যথাক্রমে আওয়ামীলীগ, বিএনপি ও পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের কর্মসূচি ছিলো। ভিডিও ফুটেজ ও সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এটি পরিষ্কার হয়েছে।

যেহেতু বাংলাদেশ ও পাকিস্তানের রাজনৈতিক দলের নেতাকর্মীরা পাশাপাশি দাঁড়িয়ে কর্মসূচি পালন করেছে, তাই বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা পাশাপাশি উড়তে দেখা গেছে। তবে যথার্থ তথ্য-প্রমাণের আলোকে দেখা যাচ্ছে, বিএনপির নেতাকর্মীদের হাতে সেদিন পাকিস্তানের পতাকা ছিল না, বরং তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থকদের হাতেই পাকিস্তানের পতাকা ছিলো।

যথাসঙ্গত কারণে বিএনপির নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রে পাকিস্তানের পতাকা নিয়ে বিক্ষোভ করেছে – এ জাতীয় দাবিগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” চিহ্নিত করেছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh