গত ১১ ডিসেম্বর ২০২১ তারিখ থেকে “মাশরাফিকে কোচ বানানোর ঘোষণা দিলেন পাপন” এমন শিরোনামে একটি সংবাদ সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। কিন্তু এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অফিসিয়াল কোনো বার্তা পাওয়া যায়নি কিংবা প্রথম সারির সংবাদমাধ্যম থেকেও এমন দাবি পাওয়া যায়নি। এছাড়া গত ১১ ডিসেম্বর ২০২১ তারিখে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যে বিসিবির সাথে মাশরাফির কাজ করা নিয়ে এখনো কোনো আলাপ আলোচনা হয়নি। অর্থাৎ ‘কোচ বানানোর ঘোষণা’ দাবিটি ভিত্তিহীন। তাই ফ্যাক্টওয়াচ ভুল শিরোনামে প্রকাশিত দাবিটিকে “মিথ্যা” সাব্যস্ত করছে।
এছাড়াও একই দাবি নিয়ে বিভিন্ন ওয়েবপোর্টালে প্রকাশিত কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
বিভিন্ন ভিডিও এবং ওয়েবপোর্টালের বরাত দিয়ে দাবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ছে। “nbtimes.com” নামের একটি ওয়েবপোর্টালে উক্ত শিরোনামে এমন একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। শিরোনামে ‘কোচ বানানোর ঘোষণা দিলেন পাপন’ এমন দাবি করা হলেও বিস্তারিত অংশে এমন কিছু দেখতে পাওয়া যায়নি। সেখানে বলা হয়েছে,” মাশরাফি বিন মুর্তজা আগ্রহ প্রকাশ করলে তাকে জাতীয় দলের পরামর্শক বা কোচের ভূমিকায় নিযুক্ত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।”। প্রতিবেদনের শেষ অংশে বলা হয়,”এবিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, মাশরাফি আসতে চাইলে তাকে যুক্ত করা হবে জাতীয় দলের সাথে। পাপন বলেন, ‘মাশরাফি যদি আসতে চায় আমরা তো চাইবই তাকে নিয়ে আসতে। তবে মাশরাফির সাথে এখন পর্যন্ত এ নিয়ে কোনো কথা হয়নি বলে জানান পাপন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ওরকম কোনো আলোচনা হয়নি।’“।
অন্যান্য ভিডিও কিংবা প্রতিবেদনেও এই একই বিষয় উল্লেখ করা হয়েছে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
উপরোক্ত ভাইরাল পোস্টগুলোতে থাকা ওয়েবপোর্টালের প্রতিবেদনগুলো লক্ষ্য করলে দেখা যাবে, বিস্তারিত অংশে দেয়া তথ্যের সাথে প্রতিবেদনের শিরোনামটি সাংঘর্ষিক। সংবাদের ভিতরে কোথাও এই কথা উল্লেখ নেই যে, মাশরাফিকে কোচ বানানোর ঘোষণা দিয়েছেন পাপন। এমনকি ওই প্রতিবেদনগুলোর শেষে বলা হয়েছে, “এখন পর্যন্ত এরকম কোনো আলোচনা হয়নি”। অর্থাৎ যেখানে আলোচনাই হয়নি সেখানে “ঘোষণা দিলেন” কথাটি একদমই ভিত্তিহীন।
পরবর্তীতে এমন একটি দাবির সত্যতা কতটুকু তা জানতে বিভিন্ন কি-ওয়ার্ডের মাধ্যমে গুগল সার্চ করা হলে, সময় টিভি প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনের ইউটিউব লিংক পাওয়া যায়। ১১ ডিসেম্বর ২০২১ তারিখে “তবে কি বিসিবির গুরুত্বপূর্ণ পদে বসছেন মাশরাফি?” শিরোনামে প্রকাশিত এই প্রতিবেদনের বিষয়বস্তু ছিলো মাশরাফি বিন মর্তুজার সাথে নাজমুল হাসান পাপনের “দেখা করা” নিয়ে। তখন এমন একটি গুঞ্জন উঠে যে, ক্রিকেট বোর্ডের কোনো একটি দায়িত্বে দেখা যেতে পারে মাশরাফিকে। মূলত এই বিষয় নিয়েই নাজমুল হাসান পাপন তার একটি বক্তব্য প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, মাশরাফির স্ত্রী সম্প্রতি ভারতে চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং এই বিষয়েই মাশরাফির খোঁজ নিতে তার সাথে দেখা করেন পাপন। সেদিন তামিম ইকবালও উপস্থিত ছিলেন সেখানে।
উক্ত সাক্ষাৎকারে নাজমুল হাসান পাপন আরোও বলেন, যে মাশরাফি যদি আসতে চায় তবে সবসময় আমি তাকে নিয়ে আসতে চাইবোই কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো আলাপ আলোচনা হয়নি।
তাছাড়া, অফিসিয়ালি রাসেল ডমিঙ্গো এখনো জাতীয় ক্রিকেট দলের কোচ। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের খারাপ অবস্থার কারণে টিম ম্যানেজমেন্টের দিকে আঙ্গুল উঠে।এর ফলশ্রুতিতে, রাসেল ডমিঙ্গোসহ বর্তমান টিম ম্যানেজমেন্টকে তিনি মাস সময় দিয়েছেন বোর্ড সভাপতি।
বিস্তারিত জানতে প্রথম আলোর একটি প্রতিবেদন পড়ুন এখানে।
অর্থাৎ, সম্প্রতি মাশরাফির সাথে নাজমুল হাসান পাপনের দেখা করা নিয়েই এমন গুঞ্জনের সূত্রপাত। সেদিন সেখানে তাদের সাথে তামিম ইকবালও ছিলেন। তবে মাশরাফিকে কোচ বানানোর এমন কোনো ঘোষণা নাজমুল হাসান পাপন দেননি। তিনি বলেছেন, মাশরাফি বোর্ডের সাথে কাজ করতে চাইলে তিনি সে ব্যাপারে আগ্রহী রয়েছেন কিন্তু এখনো এমন আলোচনা হয়নি। এছাড়াও বিসিবির অফিসিয়াল কোনো মাধ্যম কিংবা প্রথম সারির কোনো গণমাধ্যমেও এ ব্যাপারে কোনো বার্তা খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে বিসিবির বিভিন্ন কার্যকলাপ নিয়ে সমালোচনা করেন মাশরাফি। এর মধ্যে অন্যতম ছিলো কোচ নিয়োগ দেওয়ার প্রক্রিয়া। এ বিষয়ে তিনি বলেছিলেন,”We don’t need high-profile coaches. We need a coach of our own”।
মূলত এমন সমালোচনার প্রেক্ষিতে পুনরায় পাপনের সাথে মাশরাফির সাক্ষাৎ কে কেন্দ্র করে উক্ত গুজবটি ছড়িয়ে থাকতে পারে।
অতএব, উপরোক্ত তথ্যের ভিত্তিতে বিষয়টি পরিষ্কার যে মাশরাফিকে কোচ বানানোর ঘোষণা পাপন দেননি। এমনকি এ ব্যপারে তার সাথে মাশরাফির কথাও হয়নি। সেদিনের সাক্ষাৎটি ব্যক্তিগত ছিলো বলেই দাবি করেছেন পাপন। তাই ফ্যাক্টওয়াচ এমন ভুল শিরোনামে প্রকাশিত দাবিকে “মিথ্যা” চিহ্নিত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?