“গদি ছাড়লেন পাপন” — ভুয়া শিরোনামে পোস্ট ভাইরাল

10
“গদি ছাড়লেন পাপন” — ভুয়া শিরোনামে পোস্ট ভাইরাল “গদি ছাড়লেন পাপন” — ভুয়া শিরোনামে পোস্ট ভাইরাল

Published on: [post_published]

‘গদি ছাড়লেন পাপন, সাকিব নয় নিজেই জানিয়ে দিলেন পরবর্তী বোর্ড সভাপতির নাম’ – শিরোনামে একটি পোস্ট গত কয়েকদিন ধরে ফেসবুকে শেয়ার করা হচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, বিসিবির বর্তমান প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সম্প্রতি এক সাক্ষাৎকারে মাশরাফিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দেখতে চান বলে ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি সুনির্দিষ্টভাবে বয়সভিত্তিক ক্রিকেট চালানো, এইচপির হেড অথবা টিম ম্যানেজারের দায়িত্বে মাশরাফিকে দেখতে চান বলে উল্লেখ করেছিলেন সেই সাক্ষাৎকারে। এই আলাপের কোথাও তিনি তার পদত্যাগ অথবা পরবর্তী বোর্ড সভাপতি কে হবে — এই বিষয়ে কোনো ইঙ্গিত দেন নি। অন্য কোনো আলাপেও এমন কিছু বলেছেন তিনি — এমন কোনো সংবাদ মূলধারার গণমাধ্যমে নেই। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এ শিরোনামকে  মিথ্যা আখ্যা দিচ্ছে।

গুজবের উৎস

গত ১০ জানুয়ারি থেকে উক্ত শিরোনামে একটি নিউজ লিংক ফেসবুকে শেয়ার করা হতে থাকে। নামের সাথে ‘News’, ‘Sports’ যুক্ত বিভিন্ন ফেসবুক পেইজ থেকে পোস্টটি শেয়ার করা হয়। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ‘গদি ছাড়লেন পাপন, সাকিব নয় নিজেই জানিয়ে দিলেন পরবর্তী বোর্ডে সভাপতির নাম’ শিরোনামে বিভিন্ন নিউজ পোর্টালের যে রিপোর্ট শেয়ার করা হচ্ছে, সেই রিপোর্টের ভেতরে বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করছেন এবং পরবর্তী সভাপতি হিসেবে মাশরাফি বিন মুর্তজা দায়িত্ব নিতে যাচ্ছেন — এমন কোনো তথ্যের উল্লেখ নেই।

গুগল সার্চ করে দেখা যাচ্ছে, এই অখ্যাত নিউজ পোর্টালগুলোর রিপোর্টটি  ১০ জানুয়ারি প্রকাশিত সমকালের ‘মাশরাফিকে বিসিবিতে চান পাপন’ শিরোনামের একটি রিপোর্টের সাথে হুবহু মিলে যাচ্ছে। মূলত স্পোর্টস প্রোমোটার নট আউট নোমানকে ৯ জানুয়ারি দেওয়া একটি সাক্ষাৎকারে পাপন জানান, তিনি চান মাশরাফি বিসিবির বয়সভিত্তিক পর্যায় চালানো, এইচপির হেড অথবা টিম ম্যানেজার হয়ে বোর্ডে যোগদান করুক। কিন্তু মাশরাফি রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকায় সেটি করা কঠিন হয়ে উঠছে।

এদিকে মূলধারার কোনো পত্রিকায় পাপনের পদত্যাগ অথবা পরবর্তী বোর্ড সভাপতির নাম ঘোষণা সংক্রান্ত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায় নি। বিসিবির অফিশিয়াল ওয়েবসাইট এবং বাংলাদেশ ক্রিকেট টিমের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকেও এ ধরনের কোনো তথ্য পাওয়া যায় না। তাই সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ একে মিথ্যা আখ্যা দিচ্ছে।

উল্লেখ্য, এর আগেও পাপনের পদত্যাগ এবং মাশরাফি বিসিবির নতুন সভাপতি হওয়া নিয়ে ফেসবুকে গুজব ছড়িয়েছিলো। এ সংক্রান্ত ফ্যাক্টওয়াচের রিপোর্ট দেখুন এখানেএখানে

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.