কবুতরটি কি সিজদা দিচ্ছে? – বিভ্রান্তিকর ভিডিও

26
কবুতরটি কি সিজদা দিচ্ছে? – বিভ্রান্তিকর ভিডিও কবুতরটি কি সিজদা দিচ্ছে? – বিভ্রান্তিকর ভিডিও

Published on: [post_published]

সম্প্রতি “পবিত্র কাবা ঘরের সামনে সেজদায়রত সেই কবুতর” ক্যাপশনে একটি ভিডিও শেয়ার হয়েছে ফেসবুকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি কবুতর মেঝেতে মাথা ঠেকিয়ে রেখেছে। এটি সাধারণত প্যারামাইক্সোভাইরাস সংক্রমণের একটি লক্ষণ। এছাড়াও ভিডিওটি থেকে নিশ্চিত হওয়া যায় নি যে, স্থানটি কা’বা শরীফ। সঙ্গত কারণেই ফ্যাক্টওয়াচ এটিকে “বিভ্রান্তিকর” হিসেবে চিহ্নিত করেছে।

ফেসবুকে বিভিন্ন গ্রুপ এবং পেজ থেকে শেয়ার হওয়া কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।

ভাইরাল ভিডিওটির দৈর্ঘ্য মূলত ১৫ সেকেন্ড, কিন্তু এটি পর পর জোড়া লাগিয়ে ১ মিনিট ২৪ সেকেন্ড করা হয়েছে। রিভার্স ইমেজ অনুসন্ধানে ভিডিওটির স্থান এবং প্রকাশকাল সম্পর্কে নিশ্চিত হওয়া যায় নি। তবে প্রায় একই দাবিতে ২০১৬ সালে প্রকাশিত দুটি কবুতরের ভিডিও দেখুন এখানে এবং এখানে। এটা থেকে বোঝা যায়, কবুতরের ভিডিও নিয়ে এ ধরনের দাবি এটাই প্রথম নয়।



 

প্যারামাইক্সোভাইরাস সংক্রমণ

প্যারামিক্সোভিরিডি (Paramyxoviridae) পরিবারের একটি ভাইরাসের নাম প্যারামাইক্সোভাইরাস (Paramyxovirus)। উক্ত ভাইরাসটির বিভিন্ন জাতের মধ্যে একটি হচ্ছে পিএমভিওয়ান (PMV1) যা কবুতর এবং বিভিন্ন জাতের পাখিকে আক্রান্ত করে। রোগটির কিছু সাধারণ লক্ষণ হচ্ছে: বিষণ্নতা, সবুজ বা রক্তাক্ত ডায়রিয়া, টর্টিকোলিস (মাথা ও ঘাড় বেঁকে যাওয়া), ভারসাম্য হারানো, অঙ্গ/পাখার পক্ষাঘাত, ইত্যাদি। এটি বাংলায় কবুতরের “ঘাড়বাঁকা” বা “টাল” রোগ নামেও পরিচত।


রোগ টি সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে, এখানে এবং এখানে।



ভিডিওটি থেকে যতদূর বোঝা যাচ্ছে, কবুতরটির আচরণ প্যারামাইক্সোভাইরাসে আক্রান্ত কোনো কবুতরের মতই। আবার, ভিডিও থেকে কোনোভাবেই নিশ্চিত হওয়া যাচ্ছে না যে, স্থানটি কা’বা শরীফ বা তার আশপাশের কোনো জায়গা। তাই সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ ভিডিওর ক্যাপশনটিকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.