পাসপোর্ট র‌্যাংকিং নিয়ে বিভ্রান্তিকর তথ্য

10
পাসপোর্ট র‌্যাংকিং নিয়ে বিভ্রান্তিকর তথ্য পাসপোর্ট র‌্যাংকিং নিয়ে বিভ্রান্তিকর তথ্য

Published on: [post_published]

‘১১২ দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্ট এখন ১০৪তম’ – সম্প্রতি এমন একটি সংবাদ করেছে বিভিন্ন নিউজপোর্টাল এবং ফেসবুকে ছড়িয়ে পড়েছে।  মূলত ১১২টি দেশ নয়, ১৯৯টি দেশকে র‍্যাংকিং করে কিছু দেশ যৌথভাবে একই স্থান দখল করায় ১১২টি ক্রম পাওয়া গেছে। তাই ফ্যাক্টওয়াচ একে আংশিক মিথ্যা আখ্যা দিয়েছে। 

গুজবের উৎস

গত ১৯ জুলাই এবং ২১ জুলাই দৈনিক যুগান্তর, দৈনিক ইনকিলাব, jagonews24.com, সমকাল, The Daily Star বাংলা, Dhaka Tribune-এর মতো বিখ্যাত ও প্রভাবশালী পত্রিকাগুলো তাদের প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করে হেনলি পাসপোর্ট ইনডেক্সে নতুন প্রকাশিত সূচকে মোট ১১২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৪তম। এছাড়া একই প্রতিবেদন করা অন্যান্য নিউজপোর্টালগুলোর ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে





ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

Henley & Partners- এর মূল ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত Global Passport Ranking-এর সম্পূর্ণ লিস্ট পাওয়া যাচ্ছে, সেখানে মোট ১৯৯ টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে কিছু দেশ যৌথভাবে একই স্থান দখল করায় ক্রম বা স্থান ১১২ টি। অর্থাৎ হেনলি অ্যান্ড পার্টনার্সের এই বৈশ্বিক পাসপোর্ট ক্রমে ১১২টি দেশ নয়, বরং ১৯৯টি দেশের পাসপোর্টের মধ্যে র‍্যাংকিং করা হয়েছে, এবং এতে ১১২টি র‍্যাংক বা ক্রম পাওয়া গেছে। এই ১৯৯টি দেশের মধ্যে ম্যাকাও চীনের বিশেষ স্বায়ত্বশাসিত প্রশাসনিক এলাকা (Special administrative region) এবং কসোভো আংশিক স্বীকৃতিপ্রাপ্ত দেশ। মূল ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে – ‘The index includes 199 different passports and 227 different travel destinations’। হেনলির ওয়েবসাইট থেকে এই আপডেটেড লিস্টটি ১৯ জুলাই, ২০২২ প্রকাশ করা হয়েছে।

তবে বেশ কয়েকটি নিউজপোর্টাল তাদের প্রতিবেদনে দেশের সংখ্যা সঠিকভাবে উল্লেখ করেছে। প্রথম আলো তাদের মুদ্রিত সংস্করণে একই তথ্য উল্লেখ করলেও অনলাইন সংস্করণে উল্লেখ করেছে ‘১১২টি ক্রম’।

উল্লেখ্য, ২০০৬ সাল থেকে হেনলি পাসপোর্ট ইনডেক্স মেট্রিকটি ব্যবহৃত হয়ে আসছে। হেনলি অ্যান্ড পার্টনার্স নামক একটি কোম্পানি কোনো রাষ্ট্রের নাগরিকগণ ভিসাবিহীনভাবে কয়টি দেশ ভ্রমণ করতে পারে এর ভিত্তিতে এই সূচকটি তৈরি করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.