‘১৫ হাজার টাকা বেতন পেলেই ১০ লাখ টাকা পারসোনাল লোন!’— ভূয়া খবর

13
‘১৫ হাজার টাকা বেতন পেলেই ১০ লাখ টাকা পারসোনাল লোন!’— ভূয়া খবর ‘১৫ হাজার টাকা বেতন পেলেই ১০ লাখ টাকা পারসোনাল লোন!’— ভূয়া খবর

Published on: [post_published]

ব্র্যাক ব্যাংকের বরাত দিয়ে গত ৮ মার্চ ২০২১ “১৫ হাজার টাকা বেতন পেলেই ১০ লাখ টাকা পারসোনাল লোন!’ শিরোনামে একটি খবর প্রকাশ করেছে news.ourbangladeshbd.com নামের একটি অনলাইন পোর্টাল। এর পর একই শিরোনাম এবং হুবহু একই লেখাসহ খবর প্রকাশ করেছে আরও একাধিক ওয়েব পোর্টাল যা ইতিমধ্যে ফেসবুকে প্রচুর শেয়ার হয়েছে। বাস্তবে এই প্রতিবেদনগুলোর বেশীরভাগ তথ্যই মিথ্যা। ব্রাক ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে স্পষ্টভাবে উল্লেখ আছে, পার্সোনাল লোন পেতে হলে ঋণ গ্রহীতার মাসিক আয় হতে হবে কমপক্ষে ২৫ হাজার টাকা।   

গত মার্চ, এপ্রিল এবং মে মাসে বিভিন্ন ওয়েব পোর্টাল থেকে প্রকাশিত খবরগুলো দেখুন এখানে, এখানে এবং এখানে।

সম্প্রতি জুন মাসেও একই শিরোনামে খবরটি ফেসবুকে বিভিন্ন গ্রুপ এবং পেইজে শেয়ার হয়েছে। এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।



আরও যেসব ভুল তথ্য রয়েছে খবরগুলোতে:

খবরগুলোতে শুরুতেই বলা হয়েছে, “ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোনের জন্য আয়ের শর্ত: চাকুরীজীবীদের জন্য ১৫,০০০ টাকা, ব্যবসায়ী/আত্ম-কর্মসংস্থানকারী ব্যক্তিদের জন্য ২৫,০০০ টাকা ।“ অথচ, ব্র্যাক ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে উল্লেখ আছে, পার্সোনাল লোনের অন্যতম প্রধান যোগ্যতা হচ্ছে চাকরিজীবী/ব্যবসায়ী নির্বিশেষে ঋণ গ্রহীতার মাসিক আয় হতে হবে কমপক্ষে ২৫ হাজার টাকা।

ভূয়া খবরগুলোতে আরও বলা আছে, “লোনের পরিমাণ ১,০০,০০০ টাকা থেকে ২,০০,০০০ টাকা পর্যন্ত হলে লোন পরিশোধের সময়সীমা হবে ১২ মাস থেকে সর্বোচ্চ ৪৮ মাস। সর্বোচ্চ লোন সীমা ১০,০০,০০০।“  অথচ ব্র্যাক ব্যাংকের পার্সোনাল লোনের ক্ষেত্রে মাসিক কিস্তি (ইএমআই) এর মাধ্যমে ঋণ পরিশোধের সময়সীমা ১২ মাস থেকে ৬০ মাস। এছাড়া, ১ লাখ থেকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেয়া যাবে এই স্কিমের আওতায়।

উক্ত খবরগুলোতে বলা হয়েছে, “ক্রেতাদের ধরনের উপর নির্ভর করে সুদের হার ১০.৫০% থেকে ১২.৭৫% পর্যন্ত হতে পারে।“ বাস্তবে ব্র্যাক ব্যাংকের পার্সোনাল লোন এর বিবরণী অংশে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

পেশাগত অভিজ্ঞতা

ব্র্যাকের এই পার্সোনাল লোনটির অন্যতম প্রধান শর্ত হচ্ছে, বেতনভুক্ত চাকরিজীবীদের ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে একই ব্যবসায় ন্যুনতম তিন বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে। এই গুরুত্বপূর্ণ তথ্যটিও উল্লেখ নেই উক্ত প্রতিবেদনগুলোতে।


৯ ও ১০ জুলাই, ২০২১ তারিখে “১৫ হাজার টাকা দিলেই ব্র্যাক ব্যাংক দিচ্ছে ১০ লক্ষ টাকা – আবেদন পদ্ধতি “ শিরোনামে  অবিকল একই লেখাযুক্ত পূর্বের খবরটি আবার ফেসবুকে ভাইরাল হয়েছে।

সম্প্রতি ফেসবুকে বিভিন্ন পেজ ও গ্রুপে শেয়ার হওয়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে


 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@www.fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ fb.com/search.ulab

 

No Factcheck schema data available.