সম্প্রতি বাংলাভিশনের আদলে বানানো ফটোকার্ডে দাবি করা হচ্ছে যে, শেখ হাসিনা নাকি প্রশাসনের কাছে আরেকবার সুযোগ চেয়েছেন। কিন্তু, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে বাংলাভিশনের অফিশিয়াল ওয়েবসাইট বা ফেসবুক পেইজে ভাইরাল ভাইরাল ফটোকার্ডটির অন্যরূপ কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি বরং, “আরেকবার সুযোগ চাইলেন শেখ হাসিনা” এই টেক্সটযুক্ত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ভাইরাল হওয়া ফটোকার্ডগুলোতে ‘প্রশাসনের কাছে’ কথাটি এডিট করে যোগ করে দেয়া হয়েছে যার সাথে বাংলাভিশনের অন্যান্য ফটোকার্ডের টেক্সটের ধরণ, ফন্টের আকার ইত্যাদির কোন সামঞ্জস্য নেই। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এই পোস্টগুলোকে “বিকৃত” হিসেবে সাব্যস্ত করেছে।
ভাইরাল হওয়া ফটোকার্ডটি খেয়াল করে দেখলে শুরুতেই কিছু অসঙ্গতি খুঁজে পাওয়া যাবে। এই ফটোকার্ডে লেখা আছে “প্রশাসনের কাছে আরেকবার সুযোগ চাইলেন শেখ হাসিনা।” কিন্তু ‘প্রশাসনের কাছে’ অংশটুকুর সাথে ‘আরেকবার সুযোগ চাইলেন শেখ হাসিনা’ অংশের টেক্সটের ধরণ, ফন্টের আকারের মিল পাওয়া যায়নি। বাংলাভিশনের অন্যান্য ফটোকার্ডের ফরম্যাটের সাথেও ভাইরাল ফটোকার্ডের মিল খুঁজে পাওয়া যায়নি।
তাই ভাইরাল এই ফটোকার্ডটি বাংলা ভিশন থেকে প্রকাশিত কি না এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য এর অফিসিয়াল ফেসবুক পেইজে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে ভাইরাল ফটোকার্ডটির খুঁজে না পাওয়া গেলেও এর পূর্ব সংস্করনের একটি ফটোকার্ড পাওয়া যায়, যা গত ২ আগস্ট আপলোড করা হয়েছিল। সেখানে লেখা ছিল “আরেকবার সুজোগ চাইলেন শেখ হাসিনা।” এই পোস্টের কমেন্ট সেকশনে এই একই দিনে রংপুরে অনুষ্ঠিত জনসভায় শেখ হাসিনার বক্তব্য সম্পর্কিত বিস্তারিত প্রতিবেদন যুক্ত করা ছিল।
বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ২ আগস্ট রংপুর জেলা স্কুল মাঠে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছিলেন শেখ হাসিনা। জনসভায় তিনি জনগণের কাছে নৌকা মার্কাকে জয়যুক্ত করার জন্য ভোট চেয়েছেন এবং আরেকবার তাদেরকে সেবা করার সুযোগ চেয়েছেন। বাংলা ভিশন ছাড়াও অন্যান্য মূলধারার সংবাদমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত কিছু প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে।
শেখ হাসিনা প্রশাসনের কাছে সত্যিই প্রশাসনের কাছে আরেকবার সুযোগ চেয়েছেন কি না এ সম্পর্কে জানার জন্য প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করা হয়। কিন্তু অনুসন্ধানে এই দাবির সমর্থনে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এই ফটোকার্ডকে বিকৃত সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।