সম্প্রতি ছবিতে দৃশ্যমান পুড়ে যাওয়া টাকার ছবিটি ফেসবুকে রংপুরের পীরগঞ্জে জেলে পল্লীতে ঘর-বাড়িতে আগুন এবং পটুয়াখালী নিউমার্কেটের অগ্নিকান্ডের ঘটনায় প্রচার করা হচ্ছে। ফ্যাক্টওয়াচ অনুসন্ধানে দেখেছে ছবি উক্ত সাম্প্রতিক দুটি ঘটনার নয়। ২৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে ছবিটি “স্বপ্ন পুড়ে ছাই, কৃষি কাজ ও অন্যের জমিতে দিন মজুরি করে একটু একটু করে স্বপ্ন গড়ার লক্ষে এগিয়ে গেলেও আগুনের হাত থেকে রক্ষা পায় নি কিছুই।“ ক্যাপশনে ফেসবুকে পাওয়া গেছে।
উল্লেখ্য যে, ১৭ অক্টোবর ২০২১ রোববার রাত ১০টার দিকে পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া, বটতলা ও হাতীবান্ধা গ্রামে বাড়ি-ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে আগুনে পোড়া ছবিটি ২৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে “স্বপ্ন পুড়ে ছাই, কৃষি কাজ ও অন্যের জমিতে দিন মজুরি করে একটু একটু করে স্বপ্ন গড়ার লক্ষে এগিয়ে গেলেও আগুনের হাত থেকে রক্ষা পায় নি কিছুই।“ ক্যাপশনে ফেসবুকে পাওয়া গেছে। আবার পটুয়াখালী শহরের নিউমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ৭ অক্টোবর ২০২১ তারিখের। এ থেকে বিষয়টি স্পষ্ট যে, উক্ত ছবিটি পটুয়াখালী এবং রংপুরের পীরগঞ্জের ঘটনারও আগে।
উপরোক্ত তথ্যপ্রমাণ থেকে বিষয়টি স্পষ্ট যে, পুড়ে যাওয়া টাকার ভাইরাল ছবিটি রংপুরের পীরগঞ্জে জেলে পল্লীতে ঘর-বাড়িতে আগুন এবং পটুয়াখালী নিউমার্কেটের অগ্নিকান্ডের ঘটনার নয়। ভুল প্রেক্ষাপটে ছবিটি শেয়ার করার কারণে ফ্যাক্টওয়াচ এটিকে “মিথ্যা” সাব্যস্ত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?