সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি রিল ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, চীনারা পলিথিন দিয়ে মসুর ডাল বানাচ্ছে। তবে, ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে দেখেছে, ঐ রিল ভিডিওটিতে দেখানো কথিত “মসুর ডাল” সদৃশ বস্তুগুলো ডাল নয় বরং, প্লাস্টিক রেজিন প্যালেটস (Plastic resin pellets)। প্লাস্টিকের বিভিন্ন পণ্য, পানির বোতল থেকে শুরু করে আসবাবপত্র, তৈরির অন্যতম কাঁচামাল হচ্ছে প্লাস্টিক রেজিন প্যালেটস। মূলত দুটো আকারে প্লাস্টিক রেজিন পেলেটস উৎপাদন এবং বাজারজাত করা হয়: (১) সিলিন্ডার আকার এবং (২) ডিস্ক বা চাকতি আকার। উল্লেখ্য, এই সিলিন্ডার বা ডিস্ক আকারের প্লাস্টিক রেজিন প্যালেটস এর ব্যাস (diameter) কয়েক মিলিমিটার হয় মাত্র। অর্থাৎ, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত রিল ভিডিওটিতে দেখানো মসুর ডাল সদৃশ বস্তুগুলো ডিস্ক বা চাকতি আকারের প্লাস্টিক রেজিন প্যালেটস। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ঐ রিল ভিডিওটির দাবিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।
সামাজিক মাধ্যমে শেয়ারকৃত রিল ভিডিওটিতে দেখানো বস্তুগুলো চীনাদের তৈরি প্লাস্টিকের মসুর ডাল – এই দাবির যথাযথতা যাচাই করতে আমরা ঐ ভিডিওটি থেকে কথিত “মসুর ডাল” সদৃশ বস্তুগুলোর কিছু স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ করি। iStock নামক একটি ইন্টারনেট ফটো লাইব্রেরি এবং MikaCycle নামক একটি ওয়েবসাইট থেকে মসুর ডালের মতো দেখতে ঐ বস্তুগুলোর অনুরূপ কিছু বস্তুর খোঁজ পাওয়া যায় এবং জানা যায় যে, বস্তুগুলোর আসল নাম হচ্ছে প্লাস্টিক রেজিন প্যালেটস। দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্লাস্টিকের বিভিন্ন পণ্য, যেমন: পানির বোতল, বোতলের ছিপি, বাজারের ব্যাগ, পানির পাইপ, কলম, চিকিৎসা সরঞ্জামসহ আরও বহু জিনিস তৈরিতে প্লাস্টিক রেজিন প্যালেটস অন্যতম কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
Image: Excerpt from the iStock photo library
প্লাস্টিক রেজিন প্যালেটস কি?
প্লাস্টিক রেজিন প্যালেটস হচ্ছে ছোট ছোট কণার (granules) মতো দেখতে এক ধরণের বস্তু যেগুলো সিলিন্ডার কিংবা ডিস্ক আকারে দেখতে পাওয়া যায় এবং শিল্প কারখানায় প্লাস্টিকের পণ্য উৎপাদনের কাঁচামাল হিসেবে বাজারজাত করা হয়। কোন ধরণের প্লাস্টিক রেজিন কাঁচামাল হিসেবে ব্যবহৃত হবে তা নির্ভর করে উৎপাদিত পণ্যটি কি কাজে ব্যবহৃত হবে। যেমন: কোমল পানীয় এর বোতল এবং সাধারণ পানির বোতল তৈরিতে পলিথিলিন টেরিফ্যালেট (Polyethylene terephthalate) নামক প্লাস্টিক রেজিন ব্যবহৃত হয়, চলচ্চিত্রের ফিল্ম সংরক্ষণের জন্য কন্টেইনার এবং বেশি ঘনত্বের প্রয়োজন এমন কোন দ্রব্য সংরক্ষণের জন্য বোতল তৈরিতে পলিথিলিন (Polyethylene) ব্যবহার করা হয়, বাড়িতে খাবার সতেজ রাখতে মোড়ানোর জন্য যে প্লাস্টিকের কাগজ ব্যবহৃত হয় সেগুলো তৈরিতে ভিনাইল/পলিভিনাইল ক্লোরাইড (Vinyl/polyvinyl chloride) ব্যবহার করা হয়, এবং প্লাস্টিকের ব্যাগ, বাজারের ব্যাগ তৈরিতে কম ঘনত্বের পলিথিলিন (Polyethylene) ব্যবহার করা হয়। দেখুন এখানে।
Image: Excerpt from the Euro Plas’s website
প্লাস্টিক রেজিন প্যালেটস কিভাবে তৈরি হয়?
কয়েকটি ধাপে প্লাস্টিক রেজিন প্যালেটস তৈরি করা হয়:
ধাপ এক: প্রথম ধাপে খনি থেকে পেট্রোলিয়াম (Petroleum) তোলা হয় এবং সেই অপরিশোধিত পেট্রোলিয়াম প্রক্রিয়াকরণের জন্য পরিশোধানাগারে পাঠানো হয়।
ধাপ দুই: দ্বিতীয় ধাপে পরিশোধিত পেট্রোলিয়াম থেকে ইথেইন (Ethane) এবং প্রোপেইন (Propane) এর মতো পেট্রোকেমিক্যালস (Petrochemicals) তৈরি করা হয়।
ধাপ তিন: তৃতীয় ধাপে ক্র্যাকিং (Cracking) নামক একটি উত্তাপন প্রক্রিয়ায় (Heating process) ইথেইন এবং প্রোপেইন থেকে ইথাইলিন (Ethylene) এবং প্রোপাইলিন (Propylene) নামক হাইড্রোকার্বন (Hydrocarbons) তৈরি করা হয়।
ধাপ চার: চতুর্থ ধাপে তৈরিকৃত হাইড্রোকার্বনগুলোর সাথে একটি অনুঘটক (Catalyst) যোগ করে পলিমার (Polymer) নামক একটি পাউডার তৈরি করা হয়। পরবর্তীতে ঐ পলিমার পাউডারগুলোর সাথে বিভিন্ন সংযোজনীয় (Additives) বস্তু যোগ করে একটি ব্লেন্ডারে মিশ্রণ করা হয়।
ধাপ পাঁচ: এই ধাপে পলিমার পাউডারগুলো একটি এক্সট্রুডার (Extruder) মেশিনের মধ্যে ফেলে সেগুলোকে গলিয়েশক্তপলিমার গঠন করা হয়।
ধাাপ ছয়: শেষ ধাপে ঐ পলিমারগুলোকে কেটে প্লাস্টিক প্যালেটের সিলিন্ডার কিংবা ডিসকের আকার দেয়া হয়।
প্লাস্টিক রেজিন প্যালেটস তৈরির প্রক্রিয়াগুলো পড়ুন এখানে।
উল্লেখ্য, মসুরের ডাল বাংলাদেশের একটি প্রধান খাদ্যশস্য, যার ইংরেজি নাম হচ্ছে Lentil বা Red Lentil এবং এর বর্ণ কিছুটা লাল হয়ে থাকে। মসুরের বীজ থেকে অঙ্কুরোদগম হয় এবং ঐ বীজ বপন করার পর মসুর গাছ থেকে পরবর্তীতে মসুরের ডাল সংগ্রহ করা হয়। দেখুন এখানে।
সামাজিক মাধ্যমে নকল ডিম বা প্লাস্টিকের ডিম তৈরির দাবিটি পুরানো হলেও প্লাস্টিকের মসুর ডাল তৈরির বর্তমান দাবিটি সম্পূর্ণ নতুন। তবে, ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে প্লাস্টিকের ডিম তৈরি সম্পর্কিত দাবির কোন সত্যতা খুঁজে পায়নি। প্লাস্টিকের ডিম নিয়ে ফ্যাক্টওয়াচের দুটো রিপোর্ট পড়ুন এখানে এবং এখানে।
অতএব, এই বিষয়টি স্পষ্ট যে, প্লাস্টিক রেজিন প্যালেটস তৈরির প্রক্রিয়াকে প্লাস্টিক থেকে মসুরের ডাল তৈরি করা হচ্ছে বলে সামাজিক মাধ্যমে যে দাবিটি করা হচ্ছে তা সঠিক নয়।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ঐ রিল ভিডিওটির দাবিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?