‘ভারতে বসে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন শেখ হাসিনা’ – প্রচারিত ছবিটি পুরোনো

39
‘ভারতে বসে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন শেখ হাসিনা’ – প্রচারিত ছবিটি পুরোনো
‘ভারতে বসে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন শেখ হাসিনা’ – প্রচারিত ছবিটি পুরোনো

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি। সম্প্রতি ভারতে বসেই একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন দাবিতে তার একটি ছবি থ্রেডসে প্রচার করা হচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, শেখ হাসিনার সম্প্রতি ভারতে বসে সাক্ষাৎকার দেওয়ার দাবিতে ভাইরাল ছবিটি পুরোনো। 

দাবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চে একুশে সংবাদ নামের একটি নিউজ পোর্টালের প্রতিবেদনে শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার দেওয়ার দাবিতে প্রচারিত ছবিটি পাওয়া যায়। ২০২৩ সালের ১৭ নভেম্বর ‘সিবিসির অনুসন্ধানী প্রতিবেদন, বঙ্গবন্ধুকে গুলি করে নূর চৌধুরী‘ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০২৩ সালে কানাডার সিবিসি টেলিভিশনের অনুসন্ধানী বিভাগ ‘দ্য ফিফথ স্টেট’ এ ‘দ্য এ্যাসাসিন নেক্সট ডোর’ শিরোনামে ৪২ মিনিটের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। শেখ হাসিনার সাক্ষাৎকারটি ওই সময়কার।অনুসন্ধানটি ছিল ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে সংশ্লিষ্ট সাবেক সেনা কর্মকর্তা এসএইচএমবি নূর চৌধুরীকে নিয়ে। 

দ্য ফিফথ স্টেটের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৮ নভেম্বর প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সে প্রতিবেদনেও শেখ হাসিনাকে যেভাবে দেখা যায়, সেটির সঙ্গে তার সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে  সাক্ষাৎকার দেওয়ার দাবিতে ভাইরাল ছবিটির মিল পাওয়া যায়। 

এ ছাড়া সাম্প্রতিক সময়ে তার দেশি বা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। 

এসব তথ্যের ভিত্তিতে এটি নিশ্চিত যে, শেখ হাসিনার ভারতে বসে সম্প্রতি সাক্ষাৎকার দেওয়ার দাবিতে ভাইরাল ছবিটি পুরোনো। তাই ফ্যাক্টওয়াচ দাবিটিকে ‘মিথ্যা’ হিসেবে সাব্যস্ত করছে। 

থ্রেডসে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে। 

Claim:
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি। সম্প্রতি ভারতে বসেই একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন দাবিতে তার একটি ছবি থ্রেডসে প্রচার করা হচ্ছে।

Claimed By:
threads Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh