ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদে গত ৭ এপ্রিল দেশব্যাপী অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল। এ প্রেক্ষিতে মিছিলে বিক্ষোভকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করেছে এমন দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পোস্টে ইঙ্গিত করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইসরায়েলের সমর্থনে থাকায় পুলিশকে এ হামলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, উক্ত বিক্ষোভ মিছিলে পুলিশ কর্তৃক কোনো বাধা সৃষ্টি করা হয়নি। ভিডিওটি একই দিনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের একটি মিছিলে পুলিশের বাধা দেওয়ার ঘটনা।
ভিডিওতে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের লোগো দেখা যাচ্ছে। এই সূত্র ধরে ঢাকা পোস্টের ইউটিউব চ্যানেলে অনুসন্ধান করে “টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে মুহূর্তে রণক্ষেত্র” শিরোনামে ভিডিও প্রতিবেদনটি পাওয়া যায়। প্রকাশের তারিখ ৭ এপ্রিল, ২০২৫। ভিডিওতে মিছিলকারীদের হাতের ব্যানারে “বিডিআর কল্যাণ পরিষদ” লেখা দেখতে পাওয়া যায়।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে ঢাকা পোস্টের ওয়েবসাইট থেকে ৭ এপ্রিল, ২০২৫ তারিখে প্রকাশিত আরেকটি প্রতিবেদন পাওয়া যায়। জানা যায়, পিলখানা হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত তৎকালীন বিডিআর সদস্যরা চাকরিতে পুনর্বহাল করাসহ বিভিন্ন দাবিতে সেদিন মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বাধা সৃষ্টি করে।
অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিবেদন (যুগান্তর, দেশ রূপান্তর, ঢাকা ট্রিবিউন) থেকেও একই তথ্য পাওয়া যাচ্ছে। তবে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা দেবার কোনো তথ্য পাওয়া যায়নি।
স্পষ্টত, একই দিনের ভিন্ন একটি মিছিলে পুলিশের বাধা দেওয়ার ভিডিওকে ইসরায়েলবিরোধী মিছিলের ঘটনা বলে অপপ্রচার চালানো হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে “মিথ্যা” বলে চিহ্নিত করছে।
Claim: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদে গত ৭ এপ্রিল দেশব্যাপী অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল। এ প্রেক্ষিতে মিছিলে বিক্ষোভকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করেছে এমন দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পোস্টে ইঙ্গিত করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইসরায়েলের সমর্থনে থাকায় পুলিশকে এ হামলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, উক্ত বিক্ষোভ মিছিলে পুলিশ কর্তৃক কোনো বাধা সৃষ্টি করা হয়নি। ভিডিওটি একই দিনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের একটি মিছিলে পুলিশের বাধা দেওয়ার ঘটনা।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh