ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলো দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে কালবেলা এবং প্রথম আলোর ফটোকার্ড ব্যবহার করা হচ্ছে। ফটোকার্ডের শিরোনামে লেখা আছে ‘নকল পুলিশ ভেস্ট পরে বাসে আগুন দিয়েছে বিএনপি কর্মীরা- ডিবির জিজ্ঞাসাবাদে মির্জা ফখরুল’। কালবেলার ফটোকার্ডে তারিখ দেওয়া আছে ২৯ অক্টোবর, ২০২৩।
ফাক্টওয়াচের অনুসন্ধানে ২৮ অক্টোবর, ২০২৩ তারিখে দ্য ডেইলি স্টার বাংলার একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, রাজধানী ঢাকার কাকরাইল এলাকায় বাসে আগুন দেওয়া দুই যুবক পুলিশের ভেস্ট পরিহিত ছিলেন বলে অভিযোগ উঠেছে।
২৯ অক্টোবর, ২০২৩ এ একাত্তর টিভি প্রকাশিত একটি সংবাদ থেকে জানা যাচ্ছে , পুলিশ সদস্য হত্যার ঘটনাসহ আরও বিভিন্ন বাস পোড়ানোর ঘটনা ঘটেছে এবং ১১৩ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এসব ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘তাকে (মির্জা ফখরুল) আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। পরে যদি আমরা তেমন কিছু পাই, তদন্তের পর, তখন বলা যাবে। এ মুহূর্তে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি।’
অর্থ্যৎ ‘নকল পুলিশ ভেস্ট পরে বাসে আগুন দিয়েছে বিএনপি কর্মীরা- ডিবির জিজ্ঞাসাবাদে মির্জা ফখরুল’ এমন কোন তথ্য ডিবি পুলিশ দেয়নি। মির্জা ফখরুল জিজ্ঞাসাবাদে কি কি বলেছেন, সেটা পুলিশের পক্ষ থেকে কোনো প্রেস কনফারেন্সে এখনো জানানো হয় নি।
তাছাড়া কালবেলার অফিশিয়াল ফেসবুক পেজ Kalbela news এবং Kalbela Online -এ ভাইরাল উক্ত ফটোকার্ড পাওয়া যায় নি। প্রথম আলোর অফিশিয়াল ফেসবুক পেজ Prothom Alo তেও এমন কোন ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে একই ধরণের তথ্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফটোকার্ড ব্যবহার করেও প্রচার করা হয়েছিলো। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন তাদের নামে ছড়ানো ফটোকার্ডগুলোর সত্যতা প্রচার করে তাদের অফিশিয়াল ফেসবুকে পেজ independent24.tv এ পোস্ট করেছে। উক্ত পোস্ট থেকে জানা যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আটকের ব্যাপারে সংবাদ প্রকাশ করেছে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিজ্ঞাসাবাদে নকল পুলিশ ভেস্ট পরে বাসে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন এমন কোন সংবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন প্রচার করে নি।
প্রথম আলো’র ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও অনুরুপ পোস্ট দেওয়া হয়েছে।
সারমর্মঃ
পুলিশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে এটা সত্য। তবে ‘নকল পুলিশ ভেস্ট পরে বাসে আগুন দিয়েছে বিএনপি কর্মীরা- ডিবির জিজ্ঞাসাবাদে মির্জা ফখরুল’ এমন কোন তথ্য ডিবি বা অন্য কোন আইন-শৃঙ্খলা বাহিনী থেকে জানানো হয় নি। তাছাড়া কালবেলা এবং প্রথম আলোর নামে ছড়ানো ফটোকার্ডগুলো তাদের অফিশিয়াল ফেসবুক পেজে পাওয়া যায় নি। অর্থ্যৎ এমন কোন সংবাদ তারা প্রচার করে নি। এ কারণে ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া এসব পোস্টগুলোকে “মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।