ফেসবুকে যা ছড়াচ্ছেঃ ৪ আগস্ট ২০২৪ এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঢুকে ১৩ জন পুলিশ সদস্যকে হত্যা করা। এই ঘটনাকে কেন্দ্র করে দাবি করা হচ্ছে নিহত এই ১৩ জন পুলিশ সদস্যের মধ্যে একজন গর্ভবতী নারীও ছিলেন। কিছু পোস্টে আবার পৃথিবী চাকমা নামের একজন পুলিশ অফিসারের ছবি ব্যবহার করা হচ্ছে।
আসল ঘটনাঃ দাবিটি মিথ্যা। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় নিহত পুলিশ সদস্যদের মধ্যে কেউ নারী ছিলেন না। তাছাড়া পৃথিবী চাকমা নামের যেই নারী পুলিশ অফিসারের ছবি ব্যবহার করা হয়েছে তিনি বেঁচে আছেন। তিনি তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট এ ব্যাপারে নিশ্চিত করেন। তাছাড়া মূলধারার সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত এনায়েতপুর থানায় নিহত পুলিশ অফিসারদের তালিকায় কোনো নারী অফিসারের নাম খুঁজে পাওয়া যায়নি।
আওয়ামীলীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিকে ঘিরে ৪ আগস্ট ২০২৪ এ বাংলাদেশের কয়েকটি থানায় সন্ত্রাসী হামলা হয়েছিল। সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ জন পুলিশকে হত্যা করার ঘটনাটি এগুলোর মধ্যে অন্যতম। কিছু সংবাদ মাধ্যমে এনায়েতপুর থানায় নিহতের সংখ্যা ১৩ এবং কোথাও ১৫ বলে উল্লেখ করা হয়।
পুলিশ সদস্যদের নিহত হওয়ার এই ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে বেশ কিছু পোস্ট শেয়ার করা হয়। কিছু পোস্টে পৃথিবী চাকমা নামের একজন পুলিশ অফিসারের ছবি ব্যবহার করে তাকে গর্ভবতী উল্লেখ করে দাবি করা হয়, এনায়েতপুর থানায় নিহতদের মধ্যে তিনি একজন। আবার কিছু পোস্টে কোনো ছবি ব্যবহার না করে দাবি করা হচ্ছে, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় সন্ত্রাসী হামলায় নিহত ১৩ জন পুলিশ সদস্যের মধ্যে একজন গর্ভবতী নারী ছিলেন।
তাই এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য প্রথমে এনায়েতপুর থানায় নিহত পুলিশ অফিসারদের তালিকা খুঁজে বের করার চেষ্টা করে ফ্যাক্টওয়াচ টিম। বিডি নিউজ ২৪, এবং কালের কণ্ঠের অফিশিয়াল ওয়েবসাইটে এনায়েতপুর থানায় নিহত ১৫ জন পুলিশ অফিসারের নাম খুঁজে পাওয়া যায়। কিন্তু এই নিহতদের মধ্যে কোনো নারী অফিসারের নাম খুঁজে পাওয়া যায়নি।
বিডি নিউজ ২৪ থেকে পাওয়া সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় নিহত পুলিশ অফিসারিদের তালিকা
পরবর্তীতে, ভাইরাল কিছু পোস্টে ব্যবহৃত নারী পুলিশ অফিসারের সম্পর্কে জানার জন্য প্রথমে ছবিটি বিশ্লেষণ করে দেখা হয়। সেখানে পুলিশ অফিসারের নেইমপ্লেটে দেখা যায় তার নাম পৃথিবী।
এই সূত্র ধরে প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করে চৈতি চিত্রা (Choiti Chitra) নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপলোড করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। সেখানে চৈতি চিত্রা উল্লেখ করেন যে, ফেসবুকে ছড়িয়ে পড়া নারী পুলিশ অফিসারের নাম পৃথিবী চাকমা এবং তিনি জীবিত আছেন। পরবর্তিতে নারী পুলিশ অফিসার পৃথিবী চাকমার ফেসবুক অ্যাকাউন্টও খুঁজে পায় ফ্যাক্টওয়াচ টিম। সেই অ্যাকাউন্ট থেকে ১০ আগস্ট ২০২৪ এ আপলোড করে একটি পোস্টে পৃথিবী চাকমা জানান যে, তিনি বেঁচে আছেন এবং তিনি সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় সন্ত্রাসী হামলার শিকার হনিনি।
তাছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে সংঘটিত সন্ত্রাসী হামলায় এনায়েতপুর থানা বা অন্য কোনো থানায় নারী পুলিশ অফিসার নিহত হওয়ার সপক্ষে নির্ভরযোগ্য কোনো মাধ্যম থেকে তথ্য পাওয়া যায়নি।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।