সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের ফোন দিয়েছেন। এমন ক্যাপশনের কারণে জনসাধারণের মাঝে এমন একটি বার্তা ছড়িয়েছে যে, তাঁদের ভেতরে সমঝোতার আলোচনা হয়েছে। ভাইরাল ভিডিওটি ওবায়দুল কাদের আর মির্জা ফখরুলের ভিন্ন ভিন্ন দুটি বক্তব্যকে জোড়া দিয়ে তৈরি করা হয়েছে। সেখানে তিনি এটুকু বলেছেন যে, প্রয়োজন হলে তিনি মির্জা ফখরুলকে ফোন করবেন। এ থেকে প্রমাণ হয় না যে এই দুই রাজনীতিবিদের নিজেদের মধ্যে আলোচনা হয়েছে। সেরকম দাবিও ব্যক্তিগতভাবে কিংবা গণমাধ্যমে কেউ করে নি। যে কারণে এমন দাবিগুলোকে ফ্যাক্টওয়াচ “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।
ভাইরাল ভিডিওটির শুরুতে ওয়াবদুল কাদেরের বক্তব্যের যে খণ্ডাংশ প্রচার করা হয়েছে তার উৎস জানতে বিভিন্ন কি-ওয়ার্ড অনুসন্ধান করে ইউটিউবে একটি ভিডিও পাওয়া যায়। ৬ মার্চ ২০২৩ তারিখে জাতীয় সংবাদ মাধ্যম এটিএন নিউজের ইউটিউব চ্যানেলে “প্রয়োজন হলে ফখরুলকে ফোন করবো: ওবায়দুল কাদের” শিরোনামে একটি ভিডিও প্রচার করা হয়েছে। উল্লেখ্য, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এক পর্যায়ে ওবায়দুল কাদের বলেন, “আলোচনা হলে প্রকাশ্যে হবে, আমার দরকার হলে আমিই ফখরুল সাহেবকে ফোন করবো যে, আসেন আলোচনায় আসেন। এবং তার যদি দরকার হয়, তিনিও আমাকে বলতে পারেন।” তাছাড়া সংবিধান সংশোধনীর বিষয়ে তিনি আওয়ামী-লীগের সুস্পষ্ট অবস্থান তুলে ধরে বলেন যে, পরিবর্তনের কোনো সুযোগ নেই। ভিডিওটি দেখুন এখানে।
প্রসঙ্গত, মূল ভিডিওটি থেকে শুধুমাত্র কয়েক সেকেন্ড ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল করা হয়েছে। তবে সেখানেও পরিস্কার শোনা যাচ্ছে ওবায়দুল কাদের বলছেন, “আলোচনা হলে প্রকাশ্যে হবে, আমার দরকার হলে আমিই ফখরুল সাহেবকে ফোন করবো যে, আসেন আলোচনায় আসেন। এবং তার যদি দরকার হয়, তিনিও আমাকে বলতে পারেন।” এর পরেই ভিডিওটির সাথে মির্জা ফখরুল ইসলামের অন্য একটি বক্তব্যকে জোড়া দেওয়া হয়েছে।
রাজনীতিবিদদের নিজেদের মধ্যে ফোন করা নতুন কোনো ঘটনা নয়। তবে সাম্প্রতিক সময়ে ওবায়দুল কাদের, মির্জা ফখরুল ইসলামকে ফোন দিয়েছেন এমন কোনো তথ্য-প্রমাণ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়নি।
যে কারণে এমন ক্যাপশনগুলোকে ফ্যাক্টওয়াচ “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?