“নাসির নির্দোষ পরীমনি নষ্ট মন্তব্য রাঙ্গার” বিভ্রান্তিকর শিরোনাম

14
“নাসির নির্দোষ পরীমনি নষ্ট মন্তব্য রাঙ্গার” বিভ্রান্তিকর শিরোনাম
“নাসির নির্দোষ পরীমনি নষ্ট মন্তব্য রাঙ্গার” বিভ্রান্তিকর শিরোনাম

Published on: [post_published]

১৭ জুন ২০২১ তারিখে “Channel I” তাদের বিশ্লেষণধর্মী টকশো ‘মেট্রোসেম টু দ্য পয়েন্টের’ একটি ভিডিও ক্লিপ “নাসির নির্দোষ পরীমনি নষ্ট মন্তব্য রাঙ্গার” শিরোনামে শেয়ার করে সামাজিক মাধ্যম ফেসবুকে। ফ্যাক্টওয়াচ টিম যাচাই করে দেখে ৪ মিনিট ৫ সেকেন্ডের এই ভিডিও ক্লিপের কোথাও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে এমন মন্তব্য করতে শোনা যায় নি। ফলে Channel I এর উক্ত শিরোনামটিকে আমরা ‘বিভ্রান্তিকর’ চিহ্নিত করেছি।

সম্প্রতি সংবাদমাধ্যম Channel I তাদের ফেসবুক পেজ থেকে টকশো ‘মেট্রোসেম টু দ্য পয়েন্টের’ একটি ভিডিও ক্লিপ শেয়ার করে ক্যাপশনে লিখেছে “নাসির নির্দোষ পরীমনি নষ্ট মন্তব্য রাঙ্গার”। পরবর্তীতে ‘news.dailyekattor.com’ এবং ‘just24allnews.com’সহ একাধিক অনলাইন পোর্টাল শিরোনামটি কপি করলে সংবাদটি ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।

ফেসবুকে ভাইরাল পোস্টটি দেখুন এখানে এখানে এখানে এখানে

 

 

 

 

 

 

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা চ্যানেল আইয়ের বিশ্লেষণধর্মী টকশো ‘মেট্রোসেম টু দ্য পয়েন্টে চিত্রনায়িকা পরীমনি ‘নষ্ট’ কিংবা তাকে ধর্ষণ-হত্যাচেষ্টায় অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ ‘নির্দোষ’ এমন সিদ্ধান্তমূলক মন্তব্য তিনি করেননি।

ভাইরাল ভিডিও ক্লিপটি দেখুন এখানে

 

ক্লিপটির প্রথম দিকে তাকে সামগ্রিকভাবে নারীদের ভূষণ নিয়ে কথা তুলতে দেখা গেলেও পরীমনি ‘নষ্ট’ এমন কথা তিনি বলেন নি। তবে চিত্রনায়িকা পরীমনিকে বোট ক্লাবের ঘটনায় তার পোশাককে দায়ী করেছেন জাতীয় পার্টির এই নেতা। অন্যদিকে, ভিডিওটির শেষে মশিউর রহমান বলেছেন “নাসির উদ্দিন যদি অন্যায় করে থাকেন, নিঃসন্দেহে তার শাস্তি হওয়া উচিত, এতে আমার কোন ভুল নাই। কিন্তু এটা প্রমাণ করতে হবে যে, সে এটা করেছে…” এতে স্পষ্ট যে, তিনি নাসির উদ্দিন মাহমুদকে ‘নির্দোষ’ বলে দাবি করেন নি।

 

সব মিলিয়ে ধারণা করা যায় শিরোনামে মশিউর রহমান রাঙ্গার বক্তব্যকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে। সাধারণ পাঠককে লিংকে যেতে প্রলুব্ধ করতেই এই অপকৌশলটি ব্যবহার করা হয় যাকে সাইবার পরিভাষায় ক্লিকবেইট বলে। তাই সামাজিক মাধ্যমে ‘মেট্রোসেম টু দ্য পয়েন্ট’ টকশোর ভিডিও ক্লিপটির শিরোনামে করা দাবিকে ফ্যাক্টওয়াচ ‘বিভ্রান্তিকর’ আখ্যায়িত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@www.fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ fb.com/search.ulab

No Factcheck schema data available.