চলচ্চিত্র শিল্পীদের জরুরী বৈঠকে বাদ হচ্ছে পরীমণির এফডিসি সদস্যপদ? – গুজব

13
চলচ্চিত্র শিল্পীদের জরুরী বৈঠকে বাদ হচ্ছে পরীমণির এফডিসি সদস্যপদ? – গুজব চলচ্চিত্র শিল্পীদের জরুরী বৈঠকে বাদ হচ্ছে পরীমণির এফডিসি সদস্যপদ? – গুজব

Published on: [post_published]

১৭ জুন ২০২১ তারিখে World Video নামের একটি ফেসবুক পেইজ থেকে “পরীমণিকে নিয়ে চলচ্চিত্র শিল্পীদের জরুরী বৈঠক!!! বাদ হচ্ছে এফডিসির সদস্য পদ“ শিরোনামে একটি ভিডিও পোস্ট করা হয় যা দ্রুত সময়ে ফেসবুকে প্রচুর লাইক, ভিউ এবং শেয়ার পেয়েছে। বাস্তবে এটি পরীমণিকে নিয়ে চলচ্চিত্র শিল্পীদের কোনো বৈঠকের ভিডিও নয়। এটি ‘মেরিল প্রথম আলো পুরষ্কার ২০১৮’ এর আয়োজনের একটি ভিডিও। সেই ভিডিওতে, এমন কি অন্য কোথায়ও ‘পরীমণির এফডিসির সদস্য পদ বাতিল হচ্ছে’ এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

ফেসবুকে সম্প্রতি “পরীমনিকে নিয়ে চলচ্চিত্র শিল্পীদের জরুরী বৈঠক!!! বাদ হচ্ছে এফডিসির সদস্য পদ।“ ক্যাপশনযোগে শেয়ার হয়েছে এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।


ফ্যাক্টওয়াচ টিম World Video ফেসবুক পেইজ থেকে শেয়ার হওয়া ১৭ মিনিটের ভিডিওটি ফ্রেম ধরে ধরে অনুসন্ধান চালিয়ে ইউটিউবে পেয়েছে ‘Meril Prothom Alo Puroskar 2018 on April 26, 2019 [Promo]’ নামের একটি ১৭ মিনিট ১২ সেকেন্ডের ভিডিও যেটি প্রকাশিত হয়েছিল ২৭ এপ্রিল, ২০১৯ তারিখে। একই তারিখে হুবহু একই ভিডিও প্রকাশিত হয়েছিল Rahid Roney নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। এছাড়াও আজকে ফেসবুকে শেয়ার হওয়া সবকয়টি ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড ২০১৯ সালে আপলোড হওয়া ইউটিউব ভিডিওটির সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ আজকে ফেসবুকে শেয়ার হওয়া ভিডিওগুলো আসলে সম্প্রতিকালে ধারণ করা নয়। স্পষ্ট বোঝা যাচ্ছে মূল ভিডিওটি করোনাভাইরাস প্রাদুর্ভাবের আগে ধারণ করা, কারণ ভিডিওতে কারও মুখে মাস্ক দেখা যাচ্ছে না।

ইউটিউবে প্রথম আলোর অফিশিয়াল চ্যানেল থেকে ৩০ এপ্রিল ২০১৯ তারিখে প্রকাশিত ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৮’ এর একটি ভিডিওতে অভিনেতা অপূর্বের একটি সাক্ষাৎকার দেখা যাচ্ছে যেখানে তার সাথে স্ত্রী ও সন্তান রয়েছেন। আজকে শেয়ার হওয়া ফেসবুক ভিডিওটিতেও একই পোশাকে তাদের তিনজনকে দেখা যাচ্ছে।

ছবি: আজকে ফেসবুকে শেয়ার হওয়া ভিডিও


ছবি: ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৮’ এর একটি ভিডিও

 

একইভাবে প্রথম আলোর আরেকটি ভিডিওর সাথে মিলে যাচ্ছে আজকে শেয়ার হওয়া ফেসবুক ভিডিওতে অভিনেত্রী জান্নাতুল পিয়ার বেশভূষা।

ছবি: আজকে ফেসবুকে শেয়ার হওয়া ভিডিও


ছবি: ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৮’ এর একটি ভিডিও 

গত ২৬ এপ্রিল, ২০১৯ শুক্রবার সন্ধ্যায় মেরিল-প্রথম আলো পুরস্কারের ২১তম আসর বসেছিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। উক্ত অনুষ্ঠানে তারকাদের যোগ দেয়ার সময় ধারণকৃত ভিডিওটি সম্প্রতি “চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে চলচ্চিত্র শিল্পীদের জরুরী বৈঠক!!! বাদ হচ্ছে এফডিসির সদস্য পদ।“ বলে শেয়ার করা হচ্ছে ফেসবুকে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানের বিচারে ভিডিওটি সাম্প্রতিক নয়। এমনকি ‘পরীমণির এফডিসির সদস্য পদ বাতিল হচ্ছে’ এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তাই উক্ত শেয়ারকৃত ফেসবুক ভিডিওগুলোর ক্যাপশনের দাবীটি সম্পূর্ণ মিথ্যা।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@www.fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ fb.com/search.ulab

 

 

 

 

No Factcheck schema data available.