“জ্বালানি মন্ত্রীর বাড়িতে র‍্যাবের অভিযান” শিরোনামে ভুয়া ভিডিও

56
“জ্বালানি মন্ত্রীর বাড়িতে র‍্যাবের অভিযান” শিরোনামে ভুয়া ভিডিও
“জ্বালানি মন্ত্রীর বাড়িতে র‍্যাবের অভিযান” শিরোনামে ভুয়া ভিডিও

Published on: [post_published]

“এই মাত্র পাওয়া খবর.! জ্বালানি মন্ত্রীর বাড়িতে RAB এর অভিযান। পাওয়া গেলো ২৬ কোটি টাকা”– এই ক্যাপশনে একটি ভিডিও ফেসবুকে প্রকাশিত হয়েছে। মূলত ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনার। উল্লেখ্য যে, ২০২০ সালে ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার এনামুল হক ও তার ভাই রূপণ ভূঁইয়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে র‍্যাব-৩ ২৬ কোটি ৫৫ লাখ ৬০০ টাকা উদ্ধার করে। উদ্ধার অভিযানের সেই ভিডিওটি বর্তমানে “জ্বালানি মন্ত্রীর বাড়িতে র‍্যাবের অভিযান” ক্যাপশনে ভাইরাল হয়েছে। সুতরাং ২০২০ সালের ভিডিও মিথ্যা ক্যাপশনে প্রচার করার কারণে ফ্যাক্টওয়াচ এটিকে “মিথ্যা” সাব্যস্ত করছে।  

মিথ্যা ক্যাপশনে ফেসবুকে প্রকাশিত কিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:  ভিডিওটির বিস্তারিত অংশে গিয়ে দেখা যায়, তৎকালীন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম এবং র‌্যাব-৩ অধিনায়ক লে. কর্ণেল রাকিবুল হাসান সংবাদ সম্মেলনে  অভিযান চালিয়ে পাওয়া নগদ অর্থ ও সম্পত্তির তথ্য জানাচ্ছেন।  পরবর্তীতে ভিডিওটির ব্যাপারে বিস্তারিত জানতে বিভিন্ন কী-ওয়ার্ড সার্চে ২৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে যুগান্তর পত্রিকা থেকে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির শিরোনামে দেখা যায় এনু-রুপনের ‘টাকার গোডাউন’ অভিযান: সিন্দুকে ২৭ কোটি টাকা।

প্রতিবেদনটির সুত্র ধরে ইউটিউব সার্চে, ২৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে “৫ সিন্দুক ভর্তি টাকা, স্বর্ণালঙ্কার মিলেছে এনু-রুপনের বাসায়” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ২৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখে প্রকাশিত ভিডিওটির সাথে বর্তমানে “জ্বালানি মন্ত্রীর বাড়িতে র‍্যাবের অভিযান” শিরোনামে প্রকাশিত ভিডিওটির মিল পাওয়া যায়। উল্লেখ্য যে, ২০২০ সালে ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার এনামুল হক ও তার ভাই রূপণ ভূঁইয়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে র‍্যাব-৩ ২৬ কোটি ৫৫ লাখ ৬০০ টাকা উদ্ধার করে।

প্রসঙ্গত, এনামুল হক ও তার ভাই রূপণ ভূঁইয়ার একটি বাড়িতে র‍্যাবের অভিযান চালানোর ভিডিওটি কিছুদিন আগে “মমতাজের বাড়িতে অবৈধ টাকার গোদাম” ক্যাপশনে ভাইরাল হয়েছিল, যার মাধ্যমে জনসাধারণের মাঝে বিভ্রান্তি ছড়িয়েছিল যে এমপি মমতাজের বাড়িতে র‍্যাব অভিযান চালিয়েছে। বিষয়টি নিয়ে ফ্যাক্টওয়াচ একটি প্রতিবেদন প্রকাশ করে।

অর্থাৎ ২০২০ সালে ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার এনামুল হক ও তার ভাই রূপণ ভূঁইয়ার একটি বাড়িতে র‍্যাবের  অভিযানের সময়ে ধারণকৃত ভিডিওটি ইতিপূর্বে “মমতাজের বাড়িতে র‍্যাবের অভিজান” এবং বর্তমানে “জ্বালানি মন্ত্রীর বাড়িতে র‍্যাবের অভিযান” শিরোনামে ভাইরাল হয়েছে।

অর্থাৎ ভিন্ন প্রসঙ্গের পুরনো ভিডিওটি ভিত্তিহীন ক্যাপশনে ভাইরাল হয়েছে, যে কারণে ফ্যাক্টওয়াচ এসকল ভিডিওগুলোকে “মিথ্যা” সাব্যস্ত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh