সম্প্রতি ‘এইমাত্র পাওয়াঃ স্কুল খুললেও হচ্ছে না ক্লাস!’ শিরোনামে একটি খবর ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে। ফ্যাক্টওয়াচের পর্যবেক্ষণ অনুযায়ী মূল খবরটি ছিল — স্কুল খুললেও প্রাক-প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস হচ্ছে না। এই শিরোনাম থেকে “প্রাক-প্রাথমিক” শব্দটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদ দেয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
একাধিক অনলাইন পোর্টালের বরাত দিয়ে ‘এইমাত্র পাওয়াঃ স্কুল খুললেও হচ্ছে না ক্লাস!’ শিরোনামে খবরটি ছড়িয়ে পড়েছে ফেসবুকে। এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানেএখানেএখানেএখানে।
ফ্যাক্টচেক
ফ্যাক্টওয়াচ কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ৫ সেপ্টেম্বর তারিখে প্রকাশিত জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের ‘স্কুল খুললেও প্রাক-প্রাথমিকের ক্লাস হচ্ছে না’ এবং ৬ সেপ্টেম্বর তারিখে প্রকাশিত বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের ‘স্কুল খুললেও হচ্ছে না প্রাক-প্রাথমিকের ক্লাস’ শীর্ষক প্রতিবেদন দুটি সনাক্ত করেছে। যাচাই করে দেখা যায়, উক্ত প্রতিবেদন দুটির বিস্তারিত অংশ জোড়া লাগিয়ে খবর পরিবেশন করছে কিছু অনলাইন পোর্টাল। উপরন্তু শিরোনাম থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘প্রাক-প্রাথমিকের’ কথাটি বাদ দেয়া হয়েছে। এতে করে ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হলেও সামগ্রিকভাবে কোন স্কুলে ক্লাস না হওয়ার অর্থ তৈরি করছে – এতে করে সাধারণ পাঠক বিভ্রান্তির মধ্যে পড়ছেন।
‘জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম’ থেকে প্রকাশিত সংবাদের প্রথম অংশ এবং ‘বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম’ থেকে প্রকাশিত প্রতিবেদনের বাকি অংশ হুবহু কপি করা হয়েছে। ছবিতে দেখুনঃ
উল্লেখ্য, প্রায় ১৭ মাস বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো (প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ- মাধ্যমিক) খুলে দেয়া হয়েছে। রোববার (০৫ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে কেবল পঞ্চম শ্রেণি, এসএসসি ও এইচএসসির প্রতিদিনই ক্লাস হবে এবং অন্যান্য শ্রেণির ক্লাস হবে সপ্তাহে একদিন৷
অন্যদিকে, প্লে–নার্সারি–কেজি ও প্রাক–প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সশরীর ক্লাস আপাতত বন্ধই থাকছে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম। বিস্তারিত পড়ুন এখানে।
অর্থাৎ, সামাজিক মাধ্যমে ভাইরাল সংবাদটির বিস্তারিত অংশ ঠিক থাকলেও শিরোনামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘প্রাক-প্রাথমিক’ কথাটি নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। যার ফলে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হলেও, সামগ্রিকভাবে কোন ক্লাস না হওয়ার অর্থ তৈরি করছে, বস্তুত যা সঠিক নয়। সুতরাং ‘এইমাত্র পাওয়াঃ স্কুল খুললেও হচ্ছে না ক্লাস!’ এমন শিরোনাম ফ্যাক্টওয়াচের বিবেচনায় বিভ্রান্তিকর।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?