যা দাবি করা হচ্ছেঃ সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, নির্বাচনের পরে নিষেধাজ্ঞা আসতে পারে এমন সত্য ফাঁস করে দিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।
ফ্যাক্টওয়াচের সিদ্ধান্তঃ দাবিটি মিথ্যা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে নিষেধাজ্ঞা আসতে পারার বিষয়ে আবদুল মোমেনের কোনো ধরনের বক্তব্য প্রদানের তথ্য খুঁজে পাওয়া যায় নি। এছাড়াও জাতীয় মূলধারার গণমাধ্যমগুলোতেও অনুসন্ধান করে এ সর্ম্পকিত কোনো ধরনের প্রতিবেদন খুঁজে পাওয়া যায় নি।
সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওতে উত্থাপিত দাবিটি সঠিক কি না তা যাচাই করতে প্রাসঙ্গিক কিছু কী-ওয়ার্ড ধরে অনুসন্ধান করে ফ্যাক্টওয়াচ টিম। প্রাথমিক অনুসন্ধানে উক্ত দাবির পক্ষে কোনো ধরণের তথ্য-প্রমাণ খুঁজে পাওয়া যায় নি।
উক্ত ভিডিওটি লক্ষ্য করলে দেখা যায়, রুমিন ফারহানার বক্তব্যের একটি ভিডিও ব্যবহার করা হয়েছে। সেখানে তিনি মূলত দ্যা ডেইলি স্টার ও কালবেলার দুইটি প্রতিবেদন নিয়ে তার নিজের বক্তব্য প্রকাশ করেন। সেই ভিডিওতে রুমিন ফারহানা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা ধরনের কথা বললেও, নির্বাচনের পরে নিষেধাজ্ঞা আসতে পারে এমন কথা বলছেন আবদুল মোমেন — এই বিষয়টি কোথাও উল্লেখ করেন নি।
উল্লেখ্য, ভাইরাল এই ভিডিওতে রুমিন ফারহানার বক্তব্যের যে অংশটুকু ব্যবহার করা হয়েছে, এর সম্পর্কে বিস্তারিত কোনো তথ্যও খুঁজে পাওয়া যায় নি।
ভিডিও এর দাবিটি নিয়ে আরো সুনির্দিষ্ট হওয়ার জন্য যাচাই করা হয় দেশের মূলধারার গণমাধ্যমগুলোতে। সেখানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে নিষেধাজ্ঞা আসতে পারার বিষয়ে কোনো ধরণের প্রতিবেদন কিংবা তথ্য পাওয়া যায় নি।
সুতরাং, ফেসবুকে যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে তার দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন।
ফ্যাক্টওয়াচ উক্ত ভিডিওটির দাবিটিকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।