“০৭ আগস্ট ২০২২ এ জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল” শিরোনামে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে৷ অনুসন্ধানে দেখা যাচ্ছে, মূল ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং এ বছর ফেব্রুয়ারি মাসের ভিন্ন একটি ঘটনার। এর সাথে সাম্প্রতিক জ্বালানি তেলের দামবৃদ্ধির কোনো সম্পর্ক নেই।
সেখানে দাবি করা হচ্ছেঃ “জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীন ভাবে বৃদ্ধির প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই ৭/৮/২০২২ ইং”।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
ভাইরাল ভিডিও থেকে পাওয়া বিভিন্ন কি-ওয়ার্ডের মাধ্যমে অনুসন্ধান করা হলে পুরানো কয়েকটি ইউটিউব ভিডিও পাওয়া যায়। এর মধ্যে গত ১৯ ফেব্রুয়ারি, ২০২২ এ প্রকাশিত একটি ভিডিওর সাথে বর্তমানে ভাইরাল ভিডিওর অনেক মিল পাওয়া যায়।
বর্তমানে ভাইরাল ভিডিওর অংশছয় মাস আগের ভিডিওবর্তমানে ভাইরাল ভিডিওর অংশছয় মাস আগের ভিডিও
বর্তমানে ভাইরাল ভিডিও এবং গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যাচ্ছে, ভিডিও দুইটি একই মিছিলের। অর্থ্যাৎ, সাম্প্রতিক জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল দাবিতে যে ভিডিওটি ছড়িয়ে পড়ছে সেটি কমপক্ষে ৬ মাস আগে ধারণ করা।
ফেব্রুয়ারি মাসের উপরোক্ত ভিডিওটির সত্যতা জানতে অনুসন্ধান করা হলে, আরটিভির ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। জানা যায়, দ্রব্যমূল্যের উর্ধধগতি, ভারতের কর্ণাটকে হিজাব নিষেদ্ধ এবং মদের অবাধ অনুমতি প্রদানের প্রতিবাদে ইসলামী আন্দোলনের ব্যানারে গত ১৮ ফেব্রুয়ারি ২০২২ এ একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ভিডিও দুইটিতে ব্যবহৃত ব্যানারগুলো পর্যালোচনা করলে দেখা যাচ্ছে দুইটি ব্যানারই এক। অর্থ্যাৎ, আরটিভি প্রকাশিত ভিডিওতে যে বিক্ষোভ মিছিলের কথা বলা হচ্ছে, উপরোক্ত ভিডিওটি তারই অংশ।
ছয় মাস আগের ভিডিওর অংশআরটিভি প্রকাশিত ভিডিওর অংশ
এ থেকে বিষয়টি পরিষ্কার যে, ভিন্ন ঘটনার প্রেক্ষিতে করা এই ভিডিওটি বর্তমানে নতুন দাবিতে প্রকাশ করা হচ্ছে। এর সাথে সাম্প্রতিক জ্বালানি তেলের দামবৃদ্ধির কোন সম্পর্ক নেই। তাই ফ্যাক্টওয়াচের বিবেচনায় পুরানো এই ভিডিওটিকে “মিথ্যা” চিহ্নিত করা হচ্ছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?