১০ আগস্ট গোপালগঞ্জে সেনাবাহিনীর সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার পর গোপালগঞ্জ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে। অনেকে দাবি করতে থাকেন, গভীর রাতে সেনাবাহিনী গোপালগঞ্জে গণ গ্রেফতারসহ কঠোর অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে। এই পরিস্থিতিতে গভীর রাতে ছড়িয়ে পড়া একটি মিছিলের ভিডিও দেখিয়ে অনেকে দাবি করেন যে , সেনাবাহিনীর সম্ভাব্য অভিযানের বিরুদ্ধে গোপালগঞ্জবাসী আজ রাতে রাজপথে অবস্থান নিয়েছে। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, এই মিছিলের ভিডিওটি পুরনো এবং এটি কোনোভাবেই গতরাতের ভিডিও নয়। আর শেষ খবর পাওয়া পর্যন্ত গোপালগঞ্জে গতরাতে কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি।
গুজবের উৎস
BSL Raju নামের একটি আইডি থেকে ৮ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়,
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা যাচ্ছে, অনলাইনে কমপক্ষে এক সপ্তাহ আগে থেকেই উপস্থিত রয়েছে। raiyan_khan_14 নামক একটি আইডি থেকে গত ৩রা আগস্ট টিকটকে ৩ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়েছিল, যার ক্যাপশন ছিল-আমাদের ৯ দফা দাবি মানতে হবে । এই ভিডিওর প্রথম ৮ সেকেন্ডে ছিল আলোচ্য মিছিলের ফুটেজ। তবে এই ফুটেজের মূল শব্দ মুছে ভাষ্যকার নিজের মত কণ্ঠ যোগ করেছেন, ফলে মূল মিছিলের স্লোগান বা বিষয় নিশ্চিত হওয়া যাচ্ছে না। এছাড়া, এই মিছিলের সামনে কোনো ব্যানার বা কোনো প্লাকার্ড দেখা যায়নি।
এছাড়া, ৮ই আগস্ট তারিখে ইউটিউবে miturani debnath80 নামক একাউন্ট থেকে সবাই এক সাথে শিরোনামে একটি ভিডিও আপলোড করা হয়। এই ভিডিওটি আলোচ্য মিছিল চলাকালীন একই সময়ে ভিন্ন জায়গা থেকে ধারণ করা একই মিছিলের ভিডিও বলে প্রতীয়মান হচ্ছে। উভয় মিছিলে সম্মুখসারির নেতাকর্মীদের পোষাকে সাদৃশ্য, সড়কবাতির অবস্থান, রাস্তায় অংকিত বিভিন্ন রোড সাইন ইত্যাদি দেখে এটা নিশ্চিত করা যায়। ৮ সেকেন্ডের এই মিছিলে ‘কে বলেছে মুজিব নাই/মুজিব সারা বাংলায়, মুজিব সারা বাংলায়/কে বলেছে মুজিব নাই, ছাত্রলীগের পতাকা……’ এই স্লোগানগুলো শোনা যায়।
এসব ভিডিওর সঠিক অবস্থান এবং তারিখ ফ্যাক্টওয়াচ সনাক্ত করতে ব্যর্থ হয়েছে। তবে এটা নিশ্চিত করে বলা যায় এই ভিডিও ১০ ই আগস্ট মধ্যরাতের ভিডিও নয়, বরং ৩রা আগস্টের পূর্বের কোনো মিছিলের।
এছাড়া, গতরাতে গোপালগঞ্জে কোনো মিছিলের খবর সংবাদমাধ্যমে পাওয়া যাচ্ছে না। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে দৈনিক ইনকিলাব জানাচ্ছে,বর্তমান পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হওয়ায় ইতোমধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহব উদ্দিন আজম প্রথম আলোকে বলেন, ‘আমার জানা মতে গোপালগঞ্জে কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়নি। গতকাল রাতে সেনাবাহিনীর ক্যাম্পে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানকে ডাকা হয়েছিল। সেখানকার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে।‘
এই নেতাও গতরাতে বিক্ষোভ মিছিলের কোনো ঘটনার উল্লেখ করেননি।
সিদ্ধান্ত
গতরাতের গোপালগঞ্জের ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওগুলো অনলাইনে কমপক্ষে এক সপ্তাহ পূর্বেই দেখা গিয়েছিল। ফলে এটি কোনোভাবেই গতরাতের ভিডিও হতে পারেনা। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এই পোস্টগুলোকে ‘বিভ্রান্তিকর’ সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।