বিএনপির ওলামা দলের নেতাকে আবেদ আলী বলে প্রচার

43
বিএনপির ওলামা দলের নেতাকে আবেদ আলী বলে প্রচার
বিএনপির ওলামা দলের নেতাকে আবেদ আলী বলে প্রচার

Published on: [post_published]

ফেসবুকে যা ছড়িয়েছে: বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত আবেদ আলী ২০০২ থেকে ২০০৭ তারিখ পর্যন্ত বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্লোগান দেবার ভিডিওটি তার প্রমাণ।

ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত: সৈয়দ আবেদ আলী অতীতে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন কিনা তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে বর্তমানে তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। তাছাড়া জিয়াউর রহমানের নামে স্লোগান দেওয়া ব্যক্তিটি আবেদ আলী নন, বরং বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেনের। প্রকৃতপক্ষে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এমন স্লোগান দিয়েছিলেন।

ফেসবুকে প্রচারিত কিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে

গুজবের সূত্রপাত: বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম তার ভ্যারিফাইড ফেসবুক পেজে ৯ জুলাই ২০২৪ তারিখে একটি ভিডিও পোস্ট করেন যেখানে দেখা যায় একজন ব্যক্তি জিয়াউর রহমানের নামে স্লোগান দিচ্ছেন। নাজমুল আলমের ক্যাপশন অনুযায়ী ভিডিওতে থাকা ব্যক্তিটি পিএসসির সাবেক ড্রাইভার আবেদ আলী।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

প্রশ্নফাঁস কাণ্ডে অভিযুক্ত আবেদ আলীর ফেসবুক পেজ অনুসন্ধান করে দেখা যায় দীর্ঘদিন থেকে তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। এছাড়া নিজ এলাকা থেকে তিনি আওয়ামীলীগের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চেয়েছিলেন। দাবি অনুযায়ী ২০০২ থেকে ২০০৭ সালের কোনো একটি সময়ে আবেদ আলী উক্ত স্লোগান দিয়েছিলেন। অথচ ভিডিওতে থাকা ব্যক্তির সাথে আবেদ আলীর বর্তমান সময়ের চেহারার খানিকটা মিল রয়েছে। তাই আলোচ্য ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয় যদিও তা থেকে  কাঙিক্ষত কোনো ফল পাওয়া যায়নি।

যে কারণে এ পর্যায়ে বিভিন্ন কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করা হয়। সেখান থেকে পাওয়া যায় সময়ের গর্জন নামের একটি ফেসবুক পেজে ৩১ মে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। বলাই বাহুল্য উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিও ক্লিপটির হুবহু মিল রয়েছে। আরও বিস্তারিত অনুসন্ধান করে দেখা যায় এই ভিডিওটি শেয়ার করেছেন এডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন। মাওলানা আবুল হোসেনের পরিচয় সন্ধান করে পাওয়া যায়, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব। তার ফেসবুক পেজ থেকে জানা যায়  ভিডিওটি মূলত ২৯ মে ২০২৪ তারিখে রমনা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত জিয়াউর রহমানের ৪৩তম  মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় ধারণ করা হয়েছে। এডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেনের ছবির সাথে ভিডিওতে থাকা ব্যক্তির ছবি মিলিয়ে দেখা যায়, ভিডিওতে থাকা ব্যক্তিটি নিশ্চিতভাবে মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন। ২৯ মে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে আলোচনা সভায় ভিডিওর পাশাপাশি তিনি আরও একাধিক ছবি পোস্ট করেছেন।

অর্থাৎ, বিএনপির স্লোগানরত ওলামা দলের নেতাকে বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে অভিযুক্ত পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী দাবিতে প্রচার করা হয়েছে।

সঙ্গত কারণে উক্ত দাবিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh