সম্প্রতি “পিছিয়ে গেলো ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা” ক্যাপশনে একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। পোস্টটি সম্পর্কে পিএসসি সচিব মোঃ সোহরাব হোসাইন এর ব্যক্তিগত সহকারি এস. এম. আলমগীর কবির ফ্যাক্টওয়াচকে জানান, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন করে নি। সঙ্গত কারণে ফেসবুকে ভাইরাল পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” চিহ্নিত করছে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান: ভাইরাল পোস্টটির সত্যতা জানতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পি.এস.সি) ওয়েবসাইটে যেয়ে দেখা যায় ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৭.০৫.২০২২ তারিখে অনুষ্ঠিত হবে সেই তথ্যটি দেওয়া আছে। সেখানে পরীক্ষা পেছানোর কোনো নোটিশ পাওয়া যায় নি। বিষয়টি সম্পর্কে পিএসসি সচিব মোঃ সোহরাব হোসাইন এর ব্যক্তিগত সহকারি এস. এম. আলমগীর কবির ফ্যাক্টওয়াচকে জানান, “আগামী ২৭. ০৫. ২০২২ তারিখে ৪৪তম বি.সি.এস. পরীক্ষা-২০২১ এর প্রিলিমিনারি টেস্টটি যথাসময়েই অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পি.এস.সি) ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময় সূচীতে কোনো পরিবর্তন নিয়ে আসেনি”
সুতরাং “পিছিয়ে গেলো ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা” ক্যাপশনের ফেসবুক পোস্টটি সম্পূর্ণ ভিত্তিহীন। যে কারণে ফ্যাক্টওয়াচ এসকল ফেসবুক পোস্টগুলোকে “মিথ্যা” সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?