সম্প্রতি একটি পাবলিক টয়লেটের ছবি ফেসবুকে ভাইরাল হতে দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে, এই পাবলিক টয়লেটের নাম শেখ মুজিব পাবলিক টয়লেট। কিন্তু, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে বাস্তবে এমন কোনো পাবলিক টয়লেট খুঁজে পাওয়া যায়নি। মূলত,ভাইরাল ছবিটি ঝিনাইদহ জেলার শৈলকুপা পৌরসভায় অবস্থিত একটি পাবলিক টয়লেটের, যেখানে শেখ মুজিবুর রহমানের ছবি এবং নাম যুক্ত করে বিকৃত করা হয়েছে। এ কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোস্টটিকে “বিকৃত” হিসেবে চিহ্নিত করেছে।
ভাইরাল হওয়া ছবিটির মাধ্যমে রিভার্স ইমেজ সার্চ করে সবুজদেশ নিউজ ডট কম নামের একটি অনলাইন সংবাদ পোর্টালে ২০১৮ সালের ৯ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে ফেসবুকে শেয়ার হওয়া ছবিটির পূর্ব সংস্করণের একটি ছবি খুঁজে পাওয়া যায়।
ছবি দুটি মনোযোগ দিয়ে দেখলে অনেকগুলো মিল খুঁজে পাওয়া যাবে।
এছাড়াও, প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, আলোচিত পাবলিক টয়লেটটি শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের পাশের গোল চত্বরের কাছে অবস্থিত। এই সূত্র ধরে গুগল ম্যাপের স্যাটেলাইট ভিউর মাধ্যমে স্থানটি খুঁজে পায় ফ্যাক্টওয়াচ টিম। সেখানে টয়লেটটি দেখতে পাওয়া যায়।
এই ছবির সাথেও ভাইরাল হওয়া ছবিটির মিল খুঁজে পাওয়া যায়।
অন্যদিকে, বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন কী ওয়ার্ড ধরে অনুসন্ধান করেও শেখ মুজিবুর রহমানের নামে কোনো পাবলিক টয়লেট আছে কি না এ সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। এবং কোনো নির্ভরযোগ্য উৎস থেকেও এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগেও শেখ মুজিবুর রহমানের নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া তথ্য প্রচার করা হয়েছিল। ফ্যাক্টওয়াচের এ সংক্রান্ত একটি প্রতিবেদন দেখুন এখানে।
একইভাবে এখানেও মূল ছবিতে পাবলিক টয়লেটের একটি ফাঁকা দেয়ালে শেখ মুজিবুর রহমানের একটি ছবি এবং নাম লাগিয়ে দেয়া হয়েছে। প্রকৃতপক্ষে এটি একটি বিকৃত ছবি।
সঙ্গত কারণে, ভিত্তিহীন এই দাবিটিকে ফ্যাক্টওয়াচ “বিকৃত” হিসেবে সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?