সম্প্রতি “ধর্ম ত্যাগের পর পুজা চেরি কাবিন নামায় যে নাম দেয় শাকিব খান” শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি অনলাইন পোর্টাল থেকে। মূলত এটি একটি মিথ্যা শিরোনামযুক্ত খবর। খবরটির বিস্তারিত অংশ ধরে অনুসন্ধান করে দেখা যায়, ভিন্ন একটি সংবাদমাধ্যম থেকে এই খবরটি হুবহু কপি করে মিথ্যা শিরোনামে পরিবেশন করা হয়েছে। সংবাদটিতে ব্যবহৃত ফিচার ইমেজটিও বিকৃত।
খবরটির বিস্তারিত অংশ ধরে অনুসন্ধান করে দেখা যায়, এটি ১১ অক্টোবর ২০২২ তারিখে হিন্দুস্তান টাইমস বাংলা থেকে প্রকাশিত একটি খবর থেকে হুবহু কপি করা হয়েছে। “বাংলাদেশের শাকিবের তৃতীয় বউ পূজা চেরি? ফেসবুকে হুমকিভরা পোস্ট নায়িকার” শিরোনামে প্রকাশিত খবরটি পড়ুন এখানে। সম্প্রতি শাকিব খান বিতর্কে নাম জড়িয়েছে বাংলাদেশের উঠতি নায়িকা পূজা চেরির নাম। ১১ অক্টোবর (মঙ্গলবার) এটা নিয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস লেখেন পূজা চেরি। হিন্দুস্তান টাইমস বাংলার খবরটি মূলত সেই ফেসবুক স্ট্যাটাস ঘিরেই।
অন্যদিকে ভাইরাল সংবাদটিতে ব্যবহৃত ফিচার ছবিতে দেখা যাচ্ছে বর-কনে বেশে শাকিব খান ও পূজা চেরি কে। রিভার্স ইমেজ সার্চে দেখা গেছে, বিভিন্ন সাইট থেকে ছবি সংগ্রহ করে তাতে ফটোশপ করে ফিচার ছবিটি বানানো হয়েছে। নিচে মূল ছবি ও বিকৃত ছবি তুলে ধরা হল।
ছবি: আসল ছবি
ছবি: বিকৃত ছবি
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?