পূজামণ্ডপে আগুন লাগার ঘটনাটি বাংলাদেশের নয়

9
পূজামণ্ডপে আগুন লাগার ঘটনাটি বাংলাদেশের নয় পূজামণ্ডপে আগুন লাগার ঘটনাটি বাংলাদেশের নয়

Published on: [post_published]

পূজামন্ডপের আগুনে প্রাণ হারাল ৩ শিশু ২ নারী– এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি ভারতের উত্তরপ্রদেশের একটি ঘটনা। তবে অনেকেই ক্লিকবেইট শিরোনাম দেখে এটাকে বাংলাদেশের ঘটনা মনে করছেন, যার ফলে বিভ্রান্তি ছড়াচ্ছে।


গুজবের উৎস

সময় টিভির ফেসবুক পেজ থেকে ৩ রা অক্টোবর দুপুর ২ টা ৩ মিনিটে একটি পোস্টার সহ এই খবরটি শেয়ার করা হয়।

এরপর অনেকেই নিজস্ব ক্যাপশনে সময় টিভির এই পোস্টারটি শেয়ার করতে থাকেন। যেমন দেখুন এখানে , এখানে ,এখানে , এখানে , এখানে

ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধান

এই ঘটনাকে বাংলাদেশের ঘটনা ভেবে কিছু ফেসবুক ব্যবহারকারী সময় টিভির ফেসবুক পেজে এবং অন্যান্য বিভিন্ন জায়গায় কমেন্টে উদ্বেগ প্রকাশ করছেন। যেমন দেখুন –

তবে ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, গত ২রা অক্টোবর সপ্তমীর দিনে ভারতের উত্তরপ্রদেশের ভাদোহি জেলার আওরাই থানার অন্তর্গত ভাদোহি-আওরি রোডে অবস্থিত একতা ক্লাব আয়োজিত ওই পূজা মণ্ডপে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 দমকল বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, রাত সাড়ে ৯টার সময় যখন আরতি হচ্ছিল, তখন এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় মণ্ডপে প্রায় ১৫০ জন উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে।  আগুন লাগার পর মুহূর্তে মণ্ডপের কাপড়ে লেগে তা ছড়িয়ে পড়ে। পরে মণ্ডপের বাঁশে সেই আগুন লেগে যায়।

সময় টিভির পোস্টারে ব্যবহৃত ছবিটি মূল অগ্নিদগ্ধ মন্ডপের ছবি বলেও প্রমাণ পাওয়া গিয়েছে। একাধিক সংবাদমাধ্যম বিভিন্ন এ্যাঙ্গেল থেকে এই মন্ডপের ছবিই ব্যবহার করেছে। যেমন এখানে, এখানে  ।

বাংলা ভাষায় ছড়িয়ে পড়া এসব খবরের নিচে কমেন্ট বক্সে অনেকেই ঘটনাস্থল হিসেবে ভারতের উত্তরপ্রদেশের কথা জানিয়ে দিচ্ছেন। শিরোনামে ঘটনার স্থান না থাকায় তাদের বিভ্রান্তির কথাও জানাচ্ছেন অনেকে।

সারমর্ম

বাংলাদেশে গত বছরের দুর্গাপূজার সাম্প্রদায়িক হামলার পরে এ বছরেও সবাই সাবধানতার সাথে পূজার সময়টা অতিক্রম করছে । এমন সংবেদনশীল সময়ে এই ধরনের স্পর্শকাতর সংবাদ শিরোনাম জনমনে বিভ্রান্তি এবং উত্তেজনা সৃষ্টি করতে পারে। তাই ফ্যাক্টওয়াচ এই ধরনের পোস্টগুলোকে ‘বিভ্রান্তিকর’ সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.