এটি রাণী দ্বিতীয় এলিজাবেথের খাবার বা পয়সা বিলানোর ভিডিও নয়

8
এটি রাণী দ্বিতীয় এলিজাবেথের খাবার বা পয়সা বিলানোর ভিডিও নয় এটি রাণী দ্বিতীয় এলিজাবেথের খাবার বা পয়সা বিলানোর ভিডিও নয়

Published on: [post_published]

সম্প্রতি “এই সেই জালিম রাণী, যার মৃত্যুকে নিয়ে কিছু মুসলিমরাও শোকাহত” ক্যাপশনে একটি ভিডিও ফেসবুকে প্রকাশিত হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, দুজন শ্রেতাঙ্গ নারী খাবার জাতীয় কিছু আফ্রিকানদের মাঝে ছিটিয়ে দিচ্ছেন। সামাজিক মাধ্যমে অনেকেই এই ভিডিওটিকে রাণী দ্বিতীয় এলিজাবেথের বলে দাবি করেছে। অতীতের কোনো এক সময়ে তিনি আফ্রিকানদের মাঝে খাবার ছিটিয়ে দিয়েছিলেন – এই মর্মে ছবিটি পোস্ট করা হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, এটি সদ্যপ্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের ভিডিও নয়, বরং তার জন্মেরও আগে ধারণকৃত ভিডিও।

এমন মিথ্যা দাবিতে প্রকাশিত কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

ভাইরাল হওয়া ভিডিওটি সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে গুগল রিভার্স ইমেজ সার্চে অনুসন্ধান করে ফ্যাক্টওয়াচ টিম। অনুসন্ধান থেকে জানা যায়, এটি একটি চলচ্চিত্রের অংশ। এটির নির্মাতা ফরাসি চলচ্চিত্রকার গ্যাব্রিয়েল ভেয়ার। ভিয়েতনামের গভর্নর জেনারেল জোসেফ অথানেস পল ডুমারের স্ত্রী ও কন্যা গ্যাব্রিয়েল ভেয়ারের একটি সিনেমায় অভিনয় করেন। অভিনয়ের একটি দৃশ্যে তাঁরা উপস্থিত জনসাধারণের মাঝে পয়সা ছিটিয়ে দিয়েছিলেন।

মূলত, ১৮৯৯-১৯০০ সালের কোনো সময় ফরাসি চলচ্চিত্র নির্মাতা গ্যাব্রিয়েল ভেয়ার ভিয়েতনামের ফরাসি উপনিবেশ ভ্রমণ করেন। সেখানে তিনি প্রায় ৩৯টি ভিডিও এবং কিছু স্থিরচিত্র ধারণ করেছিলেন। বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওটিও সেসময়ে ভিয়েতনামে তাঁরই নির্মাণ করা একটি ভিডিওর দৃশ্য। ভিডিওটি ১৯০১ সালে ফ্রান্সে ‘Indo-Chine: Annamese Children Picking up cash in front of the ladies’ pagoda’ শিরোনামে প্রদর্শিত হয়েছিল। বিস্তারিত তথ্য দেখুন এখানে এবং এখানে

অপরদিকে, ব্রিটেনের দ্বিতীয় রানী এলিজাবেথ ২১শে এপ্রিল ১৯২৬ সালে জন্মগ্রহণ করেছেন। আর সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওটি ১৮৯৯ সাল থেকে ১৯০০ সালের মধ্যে ধারণ করা হয়েছে। সুতরাং ভিডিওটির সাথে রানী এলিজাবেথের কোনো প্রকার সম্পৃক্ততা নেই।

সঙ্গত কারণে এই ভিডিওর ক্যাপশনটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.