ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন শতাধিক ‘রাজাকার’ – কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার সম্বোধন করে জনপ্রিয় দৈনিক দা বিজনেস স্ট্যান্ডার্ডের আদলে বানানো একটি ফটোকার্ড পাওয়া যাচ্ছে ফেসবুকে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আহত শতাধিক শিক্ষার্থী – দা বিজনেস স্ট্যান্ডার্ডের প্রকাশিত এই ফটোকার্ডকে সম্পাদনা করে শিক্ষার্থীর জায়গায় রাজাকার শব্দটি বসানো হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এ পোস্টকে “বিকৃত” আখ্যা দিচ্ছে।
গুজবের উৎস
১৫ জুলাই থেকে ফেসবুকে ফটোকার্ডটি শেয়ার হতে থাকে। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান
চলমান কোটাসংস্কার আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ১৫ জুলাই মধ্যরাত থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্ষোভস্বরূপ নিজেদের রাজাকার সম্বোধন করে স্লোগান দিতে থাকে। এতে রাষ্ট্রীয় এবং সাংস্কৃতিক পর্যায়ে সমালোচনা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে ফেসবুকে উক্ত ফটোকার্ডটি শেয়ার হতে দেখা যায়।
তবে দা বিজনেস স্ট্যান্ডার্ডের ফেসবুক পেইজে গিয়ে দেখা যাচ্ছে, মূল ফটোকার্ডে শিক্ষার্থীদের রাজাকার বলে নয়, বরং শিক্ষার্থী হিসেবেই উল্লেখ করা হয়েছে। মূল ফটোকার্ডকে সম্পাদনা করে শিক্ষার্থীর জায়গায় রাজাকার শব্দটি বসিয়ে ফেসবুকে ছড়ানো হচ্ছে।
দা বিজনেস স্ট্যান্ডার্ড ভূয়া ফটোকার্ডটি তাদের প্রকাশিত নয় মর্মে পরবর্তীতে সতর্কতামূলক পোস্টও প্রকাশ করেছে।
সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এ পোস্টকে বিকৃত সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।